ফের সলমন খানকে প্রাণনাশের হুমকি

- আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, সোমবার
- / 79
পুবের কলম, ওয়েবডেস্ক: ফের একবার প্রাণনাশের হুমকি সলমন খানকে ৷ এবার হুমকি দেওয়া হয়েছে মেসেজের মাধ্যমে ৷ কড়া ভাষায় মেসেজে লেখা, “এবার বাড়িতে ঢুকে মারব ৷ বোমা মেরে গাড়ি উড়িয়ে দেব ৷” মুম্বইয়ের ওরলির ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের হোয়াটসঅ্যাপ নাম্বারে এই হুমকি মেসেজ আসে বলে জানা গিয়েছে ৷ ইতিমধ্যেই ওরলি থানায় অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷ মেসেজ কোথা থেকে এসেছে, এর পিছনে কে রয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ ৷ বিগত সময়ে একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন সলমন খান। এমনকি, তাঁর বাড়ি লক্ষ্য করে গুলিও চালানো হয়েছে ৷ এদিকে বান্দ্রা পশ্চিমে সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে নিরাপত্তাও জোরদার করা হয়েছে। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের প্রথম তলার গ্যালারিটি বুলেটপ্রুফ কাচের দেয়াল ঢেকে দেওয়া হয়েছে। এছাড়াও, বাড়ির জানালা এবং দরজাগুলিও বুলেটপ্রুফ কাচ দিয়ে আগেই সুরক্ষিত করা হয়েছে। এর আগে ট্রাফিক পুলিশ হেল্পলাইনে একাধিকবার সলমন খানের প্রাণনাশের হুমকি ফোন এসেছে ৷