০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সল্টলেকে ভুয়ো কল সেন্টার, ধৃত ৮

ইমামা খাতুন
  • আপডেট : ২৮ জুন ২০২২, মঙ্গলবার
  • / 45

পুবের কলম প্রতিবেদক: সল্টলেকে সেক্টর ফাইভে ভুয়ো কল খুলে আড়ালে প্রতারণা। জালিয়াতি চক্রের জড়িত ৮ জনকে গ্রেপ্তার করেছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। ধৃত ইন্নাত রসুল, মুহাম্মদ আফ্রিদি, সুনীল কুমার সাহা, আজারউদ্দিন সিদ্দিকী-সহ অভিযুক্ত আট জনেই কলকাতার বাদিন্দা। পুলিশ সূত্রে খবর, টেক সাপোর্টের নামে আমেরিকা, অস্ট্রেলিয়া-সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন দেশের নাগরিকদের এ শহরে বসে ফোন কল যেত। আর অভিযুক্তদের ফাঁদা সেই চক্রে বিদেশি কোন নাগরিক পা দিলেই, তাকে বিপুল টাকার খেসারত গুনতে হত। এই মর্মে পুলিশের কাছে আগেই খবর ছিল। মঙ্গলবার ঘটনার অভিযানে নেমে সেক্টর ফাইভের মারলিন ইনফিনিটি বিল্ডিংয়ের ৬ তলার ভুয়ো অফিস থেকে প্রতারকদের পাকড়াও করে পুলিশ। একই সঙ্গে প্রতারণার কার্যে ব্যবহৃত, মোবাইল ফোন, কম্পিউটার, হার্ডডিক্স-সহ একাধিক বৈদ্যুতিক সরঞ্জাম বাজেয়াপ্ত করে পুলিশ।

আরও পড়ুন: P. K. Banerjee বাড়িতে দেহ উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সল্টলেকে ভুয়ো কল সেন্টার, ধৃত ৮

আপডেট : ২৮ জুন ২০২২, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক: সল্টলেকে সেক্টর ফাইভে ভুয়ো কল খুলে আড়ালে প্রতারণা। জালিয়াতি চক্রের জড়িত ৮ জনকে গ্রেপ্তার করেছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। ধৃত ইন্নাত রসুল, মুহাম্মদ আফ্রিদি, সুনীল কুমার সাহা, আজারউদ্দিন সিদ্দিকী-সহ অভিযুক্ত আট জনেই কলকাতার বাদিন্দা। পুলিশ সূত্রে খবর, টেক সাপোর্টের নামে আমেরিকা, অস্ট্রেলিয়া-সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন দেশের নাগরিকদের এ শহরে বসে ফোন কল যেত। আর অভিযুক্তদের ফাঁদা সেই চক্রে বিদেশি কোন নাগরিক পা দিলেই, তাকে বিপুল টাকার খেসারত গুনতে হত। এই মর্মে পুলিশের কাছে আগেই খবর ছিল। মঙ্গলবার ঘটনার অভিযানে নেমে সেক্টর ফাইভের মারলিন ইনফিনিটি বিল্ডিংয়ের ৬ তলার ভুয়ো অফিস থেকে প্রতারকদের পাকড়াও করে পুলিশ। একই সঙ্গে প্রতারণার কার্যে ব্যবহৃত, মোবাইল ফোন, কম্পিউটার, হার্ডডিক্স-সহ একাধিক বৈদ্যুতিক সরঞ্জাম বাজেয়াপ্ত করে পুলিশ।

আরও পড়ুন: P. K. Banerjee বাড়িতে দেহ উদ্ধার, গ্রেফতার গাড়িচালক