০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
সল্টলেকে চারচাকা গাড়ি চুরি, ধৃত অপরাধী

ইমামা খাতুন
- আপডেট : ২৮ জুন ২০২২, মঙ্গলবার
- / 19
পুবের কলম প্রতিবেদক: সল্টলেকে বাড়ির সামনে পার্কিং করে রাখা একটি চারচাকা গাড়ি চুরি! ক্ষতিগ্রস্ত বিনোদ বাজোরিয়া নামে জনৈক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে চুরি যাওয়ার গাড়ির কিনারা এবং চুরির ঘটনায় মূল অপরাধীকে কয়েক ঘণ্টার মধ্যে পাকড়াও করেছে পুলিশ। ধৃতের নাম আকাশ শেঠ (২৬) ওরফে সুরোজ।
পুলিশ সূত্রে খবর, প্রথমে সিসিটিভি ফুটেজ খতিয়ে অপরাধীকে শনাক্ত করা হয়। এরপর তদন্তে নেমে বিধাননগর উত্তর থানার পুলিশ অভিযুক্ত আকাশকে কলকাতা বেলেঘাটা অঞ্চল থেকে গ্রেফতার করা হয়েছে। সেইসঙ্গে, খোয়া যাওয়া মেরুন রঙের হোন্ডা সিটি (ডব্লুবি০২ এএইচ ৪৭৫৯) নম্বরের গাড়িটি উদ্ধার করেছে। পুলিশ ধৃতের বিরুদ্ধে চুরি সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে।