বিশ্ব ম্যানগ্রোভ দিবসে সুন্দরবনের নিঃশব্দ সৈনিকদের কুর্নিশ

- আপডেট : ২৬ জুলাই ২০২৫, শনিবার
- / 1
কুতুব উদ্দিন মোল্লা,ক্যানিং : ২৬ জুলাই, বিশ্ব জুড়ে পালিত হচ্ছে বিশ্ব ম্যানগ্রোভ দিবস। পরিবেশ রক্ষায়, উপকূলীয় জলের ক্ষয় রুখতে।জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের প্রতিরোধে ম্যানগ্রোভ গাছের গুরুত্ব অপরিসীম। আর এই প্রাকৃতিক ঢাল রক্ষায় সামনে থেকে লড়াই করে চলেছেন সুন্দরবনের অসংখ্য মানুষ যারা নিরলসভাবে নদী-খাঁড়ির তীরে ম্যানগ্রোভের চারা রোপণ করে চলেছেন, নিঃশব্দে।
বিশেষ করে সুন্দরবনের গোসাবা, বাসন্তী, পাথরপ্রতিমা, কুলতলি থেকে শুরু করে নামখানা পর্যন্ত বিস্তৃত অঞ্চলজুড়ে স্থানীয় বাসিন্দারা ম্যানগ্রোভ লাগানোকে এক সামাজিক আন্দোলনের রূপ দিয়েছেন। নারী পুরুষ নির্বিশেষে সকলে কাঁধে তুলে নিয়েছেন এই পরিবেশযুদ্ধের ভার।
এই বিশ্ব ম্যানগ্রোভ দিবস উপলক্ষে আজ সুন্দরবনের বিভিন্ন ব্লকে পরিবেশপ্রেমী সংগঠন, স্কুল, স্থানীয় প্রশাসন ও বনদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে সচেতনতামূলক র্যালি। গাছ লাগানোর কর্মসূচি ও আলোচনা সভা। আর এবিষয়ে সুন্দরবন উন্নয়ন দপ্তরের এক আধিকারিক জানান “ম্যানগ্রোভ শুধু গাছ নয়।সুন্দরবনের প্রাণ। মানুষের জীবন।প্রাকৃতিক সম্পদ এবং বাস্তুতন্ত্র রক্ষা করে এই গাছ। তাই এর সংরক্ষণে জনসচেতনতা তৈরি অত্যন্ত জরুরি।
আর তাই বিশ্ব ম্যানগ্রোভ দিবসে সুন্দরবনের প্রকৃতিপ্রেমী মানুষদের প্রতি কুর্নিশ জানায় বিশিষ্টরা । যারা দিনের পর দিন তীব্র গরম, বৃষ্টিকে উপেক্ষা করে হাতে তুলে নিচ্ছেন কাদায় ভেজা চারা, আর গেঁথে দিচ্ছেন ভবিষ্যতের জন্য একসবুজ প্রতিরোধ। যা কিনা বিশ্ব ম্যানগ্রোভ দিবস আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি যদি রক্ষা করি সেও রক্ষা করবে আমাদের।