১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চলতি বছরের শেষেই টেনিসকে বিদায় জানাবেন সানিয়া মির্জা

 

পুবের কলম ওয়েবডেস্ক: চলতি বছরের শেষেই আন্তর্জাতিক টেনিস থেকে অবসর গ্রহণ করবেন বলে জানিয়ে দিলেন ভারতীয় তারকা সানিয়া মির্জা। বুধবার অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের ডবলসের প্রথম রাউন্ডের ম্যাচে হেরে যাওয়ার পরেই সানিয়া এই কথা জানিয়ে দেন। সঙ্গে এটাও জানান– এই বছরের মধ্যে যত বেশি সম্ভব প্রতিযোগিতায় অংশ নিতে চান। এ দিন প্রথম রাউন্ডের ম্যাচে সানিয়া- নাদিয়া কিচেনককে ৬- ৪– ৭-৬ হারালেন স্লোভেনিয়ার জুটি কাজা-তামারা।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ান ওপেনে ধারাভাষ্য দেবেন সানিয়া

এই ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে সানিয়া বলেন– ‘এটাই আমার শেষ মরশুম হতে চলেছে। চিন্তাভাবনা করেই এই সিদ্ধান্ত গ্রহন করেছি। এখন  প্রত্যেক সপ্তাহ ধরে ধরে এগোতে চাই। বছরের শেষ পর্যন্ত খেলতে পারব কি না– সেই বিষয়ে  নিশ্চিত নই–  কিন্তু চেষ্টা করব শেষ পর্যন্ত  খেলার। এই বছরে আরও বেশি প্রতিযোগিতায়  খেলতে চাই।’  সানিয়ার বাবা ইমরান মির্জাও  একটি ওয়েবসাইটে মেয়ের এই সিদ্ধান্তের কথা জানান।

আরও পড়ুন: আইপিএলে এবার বড় দায়িত্ব পেলেন সানিয়া মির্জা

ভারতের প্রথম মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে  গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড রয়েছে সানিয়ার। মোট ৬টি গ্র্যান্ড স্ল্যাম রয়েছে তাঁর। ডাবলস র‍্যাঙ্কিংয়ে  একসময় শীর্ষ স্থানে ছিলেন। পাশাপাশি সিঙ্গলসেও সর্বোচ্চ ২৭ নম্বরে উঠে এসেছিলেন এই হায়দরাবাদি তারকা। দেশের হয়ে এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমস থেকে পদক জয় করেছেন সানিয়া। শেষবার গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন ২০১৬ সালে– মহিলাদের  ডবলসে। সে বার তাঁর সঙ্গী ছিলেন মার্টিনা হিঙ্গিস।

আরও পড়ুন: চোখের জলে ১৮ বছরের গ্র্যান্ডস্লাম কেরিয়ারে ইতি সানিয়া মির্জার

ট্যাগ :
সর্বধিক পাঠিত

নতুন করে স্বাস্থ্যের অবনতি হয়নি আক্রান্তদের, নিপা আক্রান্তের খবর নেই

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চলতি বছরের শেষেই টেনিসকে বিদায় জানাবেন সানিয়া মির্জা

আপডেট : ১৯ জানুয়ারী ২০২২, বুধবার

 

পুবের কলম ওয়েবডেস্ক: চলতি বছরের শেষেই আন্তর্জাতিক টেনিস থেকে অবসর গ্রহণ করবেন বলে জানিয়ে দিলেন ভারতীয় তারকা সানিয়া মির্জা। বুধবার অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের ডবলসের প্রথম রাউন্ডের ম্যাচে হেরে যাওয়ার পরেই সানিয়া এই কথা জানিয়ে দেন। সঙ্গে এটাও জানান– এই বছরের মধ্যে যত বেশি সম্ভব প্রতিযোগিতায় অংশ নিতে চান। এ দিন প্রথম রাউন্ডের ম্যাচে সানিয়া- নাদিয়া কিচেনককে ৬- ৪– ৭-৬ হারালেন স্লোভেনিয়ার জুটি কাজা-তামারা।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ান ওপেনে ধারাভাষ্য দেবেন সানিয়া

এই ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে সানিয়া বলেন– ‘এটাই আমার শেষ মরশুম হতে চলেছে। চিন্তাভাবনা করেই এই সিদ্ধান্ত গ্রহন করেছি। এখন  প্রত্যেক সপ্তাহ ধরে ধরে এগোতে চাই। বছরের শেষ পর্যন্ত খেলতে পারব কি না– সেই বিষয়ে  নিশ্চিত নই–  কিন্তু চেষ্টা করব শেষ পর্যন্ত  খেলার। এই বছরে আরও বেশি প্রতিযোগিতায়  খেলতে চাই।’  সানিয়ার বাবা ইমরান মির্জাও  একটি ওয়েবসাইটে মেয়ের এই সিদ্ধান্তের কথা জানান।

আরও পড়ুন: আইপিএলে এবার বড় দায়িত্ব পেলেন সানিয়া মির্জা

ভারতের প্রথম মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে  গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড রয়েছে সানিয়ার। মোট ৬টি গ্র্যান্ড স্ল্যাম রয়েছে তাঁর। ডাবলস র‍্যাঙ্কিংয়ে  একসময় শীর্ষ স্থানে ছিলেন। পাশাপাশি সিঙ্গলসেও সর্বোচ্চ ২৭ নম্বরে উঠে এসেছিলেন এই হায়দরাবাদি তারকা। দেশের হয়ে এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমস থেকে পদক জয় করেছেন সানিয়া। শেষবার গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন ২০১৬ সালে– মহিলাদের  ডবলসে। সে বার তাঁর সঙ্গী ছিলেন মার্টিনা হিঙ্গিস।

আরও পড়ুন: চোখের জলে ১৮ বছরের গ্র্যান্ডস্লাম কেরিয়ারে ইতি সানিয়া মির্জার