বিশ্বক্রিকেটে নতুন দল কিনলেন সঞ্জীব গোয়েঙ্কা

- আপডেট : ২৫ জুলাই ২০২৫, শুক্রবার
- / 35
পুবের কলম ওয়েবডেস্ক : কলকাতার বিখ্যাত শিল্পপতিদের মধ্যে সঞ্জীব গোয়েঙ্কা নামটি অন্যতম। শিল্পপতি হিসেবে তাঁর বেশ প্রভাব রয়েছে। আর সেই সঞ্জীব গোয়েঙ্কা বিশ্বক্রিকেটে নতুন একটি দল কিনেছে। এই নিয়ে তিন নং দলের মালিক হলেন তিনি।
সম্প্রতি শুরু হতে চলেছে দ্য হান্ড্রেড নামক ক্রিকেট লিগ। ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টারে আগস্ট মাসে শুরু হবে এই লিগ। আর প্রতিযোগিতায় ম্যাঞ্চেস্টার অরিজিনালের ৭০ শতাংশের মালিকানা কিনেছেন গোয়েঙ্কা। বৃহস্পতিবার দিনটিকে শুভ মনে করে সেই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারতে আইপিএল-এ তাঁর দলের নাম লখনউ সুপার জায়ান্টস।
এর আগেও তিনি দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে ডারবানের দল কিনেছিলেন। সেই দলের নাম রেখেছিলেন ডারবান সুপার জায়ান্টস। সূত্রের খবর বিদেশের মাটিতে সেই দলের নাম হবে ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টস। আরপিএসজি গোষ্ঠীর সহ-সভাপতি শাশ্বত গোয়েঙ্কা অর্থাৎ সঞ্জীব গোয়েঙ্কার ছেলে জানিয়েছেন, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও ম্যাঞ্চেস্টার সিটি নামক দুই ফুটবল ক্লাবের জনপ্রিয়তাকে তাঁরা চ্যালেঞ্জ করতে চান।
যদিও আমাদের দল ক্রিকেট খেলে, ফুটবল খেলে না। তবুও চাইবো যেন আমাদের দল ম্যাঞ্চেস্টারে সেরা দল হিসেবে যেন তিন নং পজিশনে থাকে। কিন্তু ফুটবলেও একটি দল আছে তাঁর। আর সেই দলের নাম হল, কলকাতার ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টস। এই দলের মালিক তিনি।