আইসিসির নতুন সিইও সংযোগ গুপ্তা

- আপডেট : ৭ জুলাই ২০২৫, সোমবার
- / 187
পুবের কলম প্রতিবেদক: জয় শাহের পর আইসিসিতে এই মুহূর্তে যুক্ত হলেন আরও এক ভারতীয়। প্রাক্তন সাংবাদিক সংযোগ গুপ্তা আইসিসির চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন। বিশ্ব ক্রিকেট নিয়ন্তা সংস্থার নতুন সিইও হিসেবে সংযোগ গুপ্তার নাম ঘোষণা করার পর আইসিসি চেয়ারম্যান জয় শাহ জানালেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি আইসিসির নতুন সিইও হিসেবে নির্বাচিত হয়েছেন সংযোগ গুপ্তা, যিনি একজন ভারতীয়।
ক্রীড়া প্রশাসন ও ক্রীড়া ব্যবসায় তাঁর গুরুত্বপূর্ণ যোগাযোগ রয়েছে, যা তাঁকে আইসিসির কাজকর্মে সহযোগিতা করবে। আইসিসির স্ট্র্যাটেজি ঠিক করার ক্ষেত্রেও আমরা তাঁর ভূমিকা দেখতে পেত পারি।’ ক্রিকেটের পরিধিকে আরও বিশ্বব্যাপী করে তোলার লক্ষ্যেই সংযোগকে আইসিসির সিইও হিসেবে নিযুক্ত করা হয়েছে বলে মন্তব্য করলেন চেয়ারম্যান জয় শাহ।
২০১০ সালে ক্রীড়া সাংবাদিক হিসেবে পেশাদার জগতে পথ চলা শুরু করেন সংযোগ গুপ্তা। জিও হটস্টারে তিনি কর্মরত ছিলেন। পরে সেখানকার ক্রীড়া সম্পাদকও হন তিনি। ধীরে ধীরে ক্রীড়া ব্যবসার সঙ্গে যুক্ত হন তিনি। আর এবার একেবারে সরাসরি আইসিসিতে। এমন একটি দায়িত্বভার গ্রহণ করার পর সংযোগ জানালেন, ‘আগামি দিনের বিশ্ব ক্রিকেটের উন্নতি ও পরিবর্তনের জন্য নিজের কিছু অবদান রাখতে চাই।
বিশেষ করে মেয়েদের ক্রিকেটকে আরও উন্নত জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমার যদি কোনও ভূমিকা থাকে, সেটা পালন করব।’ উল্লেখ্য ভারতের মহিলা ক্রিকেটের উন্নতির ক্ষেত্রে বড় একটা অবদান রয়েছে সংযোগ গুপ্তার।