পুবের কলম ওয়েবডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে চলেছেন ভারতীয় ক্রিকেটার সঞ্জু স্যামসন। ইংলিশ প্রিমিয়ার লিগকে ভারতে আরও জনপ্রিয়তা দিতেই সঞ্জুকে অ্যাম্বাসেডর করার ভাবনা ভেবেছে ইপিএল। এমনিতেই ভারতে ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্ব রয়েছে বেশ।
দুই ম্যাঞ্চেস্টার, লিভারপুল, আর্সেনালের খেলা দেখার জন্য ভারতীয় সমর্থকরা রাত জেগে টিভির পর্দায় চোখ রাখেন। সব কটি দলেরই ভারতে প্রচুর সমর্থক রয়েছেন। আর সেই সুযোগটাকেই কাজে লাগাতে চাইছে ইপিএল। এর আগে কেরল ব্লাস্টার্স ফুটবল টিমের হয়েও প্রচার করেছিলেন সঞ্জু। ফুটবলের প্রতি তাঁর ভালোবাসার কথা খুব একটা অজানা নয়। ফুটবল ভালোওবাসেন সঞ্জু। তাঁর জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই এবার তাই তাকে ভারতে প্রচারে কাজে লাগাতে চাইছে ইপিএল। আইএসএলের সঙ্গে সঙ্গে আরও একটি ফুটবল দায়িত্ব এসে পড়ল সঞ্জুর কাঁধে।
গত কয়েক বছরে ভারতের টি-২০ দলে সঞ্জু স্যামসন পরিচিত মুখ হলেও ওয়ানডে ক্রিকেটে তাঁকে খুব একটা জাতীয় দলের জার্সি গায়ে দেখা যাচ্ছে না। তবে তাতে সঞ্জুর জনপ্রিয়তায় কোনও ভাটা নেই। বিদেশের ফুটবল লিগ দেখেন নিয়মিত। নিজে ফুটবলও খেলেন শরীরকে সুস্থ রাখতে। তাই স্বাভাবিকভাবেই সঞ্জুকে এবার তাদের ব্র্যান্ডিংয়ের কাজে লাগাতে চাইছে ইপিএল।
View this post on Instagram






























