২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিপাইনে ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে মেয়ের বিরুদ্ধে লড়বেন দুতার্তে

মাসুদ আলি
  • আপডেট : ১৪ নভেম্বর ২০২১, রবিবার
  • / 56

পুবের কলম ওয়েবডেস্ক : এবার বাবা-মেয়ের লড়াই ফিলিপাইনে। ভাইস প্রেসিডেন্ট পদে মেয়ের বিরুদ্ধে লড়বেন দুতার্তে। নিজে প্রার্থী হওয়ার ব্যাপারে কাগজপত্র জমা দিয়েছেন মেয়ে সারা দুতার্তে কারপিও। তার বাবা রদ্রিগো দুতার্তে সোমবার একই পদে লড়ার জন্য কাগজপত্র জমা দেবেন। এবিএস-সিবিএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তবে বাবা-মেয়ে আলাদা দল থেকে নির্বাচনে অংশ নেবেন। ২০১৬ সালে পিডিপি-লাবান পার্টি থেকে প্রেসিডেন্ট নির্বাচন করেন দুতার্তে। কিন্তু একবারের বেশি প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার বিধান না থাকায় এবার আর তিনি সেই পদে প্রার্থী হতে পারছেন না।

আরও পড়ুন: বিশ্ব হালাল পর্যটনের উজ্জ্বল নাম ফিলিপিন্স

২০২২ সালের জাতীয় নির্বাচনে সে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ক্ষমতাসীন দলের সিদ্ধান্ত তিনি মেনে নিয়েছেন। ওই সময় বলেছেন, অস্থিরতা ও অবৈধ মাদকের বিরুদ্ধে তার প্রশাসনের প্রচেষ্টা চালিয়ে যেতে চান।

আরও পড়ুন: পুড়ে ছাই ফিলিপাইনের ঐতিহাসিক পোস্ট অফিস

গত মাসে তিনি ঘোষণা করেছিলেন যে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা থেকে সরে এসেছেন। সে দেশে সমালোচকরা বলছিলেন, ভাইস প্রেসিডেন্টের আসন চাওয়ার অর্থ হলো- প্রেসিডেন্টদের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকার বিকল্প। এসব সমালোচনার জেরে তিনি ভাইস প্রেসিডেন্ট পদে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।

আরও পড়ুন: ফিলিপাইন্সে ভূমিধস-ঝড়ে নিহত ৫০

তবে মেয়ের ভাইস প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণা সামনে আসার পর নিজের মতও পাল্টে ফেলেন দুতার্তে। সোমবার তিনি প্রার্থী হওয়ার বিষয়টি চূড়ান্ত করবেন বলে জানিয়েছেন তার মুখপাত্র।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফিলিপাইনে ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে মেয়ের বিরুদ্ধে লড়বেন দুতার্তে

আপডেট : ১৪ নভেম্বর ২০২১, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক : এবার বাবা-মেয়ের লড়াই ফিলিপাইনে। ভাইস প্রেসিডেন্ট পদে মেয়ের বিরুদ্ধে লড়বেন দুতার্তে। নিজে প্রার্থী হওয়ার ব্যাপারে কাগজপত্র জমা দিয়েছেন মেয়ে সারা দুতার্তে কারপিও। তার বাবা রদ্রিগো দুতার্তে সোমবার একই পদে লড়ার জন্য কাগজপত্র জমা দেবেন। এবিএস-সিবিএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তবে বাবা-মেয়ে আলাদা দল থেকে নির্বাচনে অংশ নেবেন। ২০১৬ সালে পিডিপি-লাবান পার্টি থেকে প্রেসিডেন্ট নির্বাচন করেন দুতার্তে। কিন্তু একবারের বেশি প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার বিধান না থাকায় এবার আর তিনি সেই পদে প্রার্থী হতে পারছেন না।

আরও পড়ুন: বিশ্ব হালাল পর্যটনের উজ্জ্বল নাম ফিলিপিন্স

২০২২ সালের জাতীয় নির্বাচনে সে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ক্ষমতাসীন দলের সিদ্ধান্ত তিনি মেনে নিয়েছেন। ওই সময় বলেছেন, অস্থিরতা ও অবৈধ মাদকের বিরুদ্ধে তার প্রশাসনের প্রচেষ্টা চালিয়ে যেতে চান।

আরও পড়ুন: পুড়ে ছাই ফিলিপাইনের ঐতিহাসিক পোস্ট অফিস

গত মাসে তিনি ঘোষণা করেছিলেন যে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা থেকে সরে এসেছেন। সে দেশে সমালোচকরা বলছিলেন, ভাইস প্রেসিডেন্টের আসন চাওয়ার অর্থ হলো- প্রেসিডেন্টদের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকার বিকল্প। এসব সমালোচনার জেরে তিনি ভাইস প্রেসিডেন্ট পদে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।

আরও পড়ুন: ফিলিপাইন্সে ভূমিধস-ঝড়ে নিহত ৫০

তবে মেয়ের ভাইস প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণা সামনে আসার পর নিজের মতও পাল্টে ফেলেন দুতার্তে। সোমবার তিনি প্রার্থী হওয়ার বিষয়টি চূড়ান্ত করবেন বলে জানিয়েছেন তার মুখপাত্র।