পুবের কলম প্রতিবেদক: বছরের পর বছর ঘরোয়া ক্রিকেটে দুরন্ত খেলার পরে জাতীয় দলে সুযোগ পেয়েছেন মুম্বইয়ের ব্যাটসম্যান সরফরাজ খান। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে অভিষেক টেস্টে নজরও কেড়েছেন ব্যাট হাতে। তবে, আসন্ন আইপিএলের আগে, তাঁকে ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। যা নিয়ে এ বার মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা দিল্লি দলের মেন্টর সৌরভ গঙ্গোপাধ্যায়। এক প্রতিক্রিয়ায় সৌরভ বলেন, “সরফরাজ মুলত লাল বোলার ক্রিকেটার। চার-পাঁচ দিনের ম্যাচে ও বেশি সাবলীল। টি ২০ ক্রিকেট আলাদা। ঘরোয়া ক্রিকেটে ও যে এত রান করেছে, তার অধিকাংশই এসেছে রঞ্জি ট্রফি বা প্রথম শ্রেণীর ম্যাচ থেকে।”
১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
সরফরাজ মূলত লাল বোলার ক্রিকেটার: সৌরভ
-
কিবরিয়া আনসারি - আপডেট : ২ মার্চ ২০২৪, শনিবার
- 181
ট্যাগ :
red bowler cricketer Sarfaraz Sarfaraz is originally a red bowler cricketer: Sourav SOURAV GANGULY
সর্বধিক পাঠিত







































