০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের অর্থ সংকটে অর্থসাহায্য করছে সউদি

পুবের কলম ওয়েবডেস্ক : পাকিস্তানের অর্থসংকট মোকাবিলায় ৪২০ কোটি ডলারের সহায়তা দিচ্ছে সৌদি আরব। এর মধ্যে ৩০০ কোটি ডলার যাবে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্টে, বাকি ১২০ কোটি ডলার পাবে তেল সহায়তা হিসেবে। পাকিস্তানি গণমাধ্যমগুলোর খবরে এ তথ্য জানা গেছে।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, মোটা অংকের অর্থসাহায্যের জন্য সউদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান।টুইটারে ইমরান বলেছেন, পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে ৩০০ কোটি ডলার জমা এবং ১২০ কোটি ডলার পরিশোধিত পেট্রোলিয়ামে অর্থায়নের জন্য আমি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানাতে চাই। কঠিন পরিস্থিতিতে সউদি আরব সবসময় আমাদের পাশে থেকেছে। এখন বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মুখেও তারা পাশে রয়েছে।

আরও পড়ুন: ইমরান খান ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’: পিটিআই প্রধানকে দাগিয়ে দিল পাক আইএসপিআর

এর আগে, সৌদি আরব থেকে সহায়তা পাওয়ার বিষয়টি টুইটারে নিশ্চিত করেন পকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। বুধবার (২৭ অক্টোবর) এক টুইটে তিনি জানান, পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে আমানত হিসেবে ৩০০ কোটি ডলার এবং বছরে ১২০ কোটি ডলারের পেট্রোলিয়াম পণ্য দিয়ে সাহায্য করবে সউদি আরব।

আরও পড়ুন: পাকিস্তানে প্যারামিলিটারি সদর দপ্তরে জঙ্গি হামলা, নিহত ৩

প্রবল অর্থসংকটে বিপর্যস্ত পাকিস্তান সরকারকে ৪২০ কোটি ডলার (প্রায় ৩১ হাজার ৫০৯ কোটি টাকা ) সাহায্য দেবে সউদি আরব। পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে এই প্রস্তাব দিয়েছেন সউদি যুবরাজ মোহম্মদ বিন সালমান। তিন দিনের সফরে গিয়ে সৌদির রাজধানী রিয়াদে সালমানের সঙ্গে বৈঠক করেন ইমরান। সেখানেই পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে ৩০০ কোটি ডলার (প্রায় ২২ হাজার ৫০৬ কোটি টাকা ) দেওয়ার প্রস্তাব দেন সউদি যুবরাজ।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

‘জয় শ্রী রাম’ বলাতে চাপ, বিজেপির রাজ্যে নির্যাতনের শিকার কাশ্মীরি ব্যবসায়ীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাকিস্তানের অর্থ সংকটে অর্থসাহায্য করছে সউদি

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক : পাকিস্তানের অর্থসংকট মোকাবিলায় ৪২০ কোটি ডলারের সহায়তা দিচ্ছে সৌদি আরব। এর মধ্যে ৩০০ কোটি ডলার যাবে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্টে, বাকি ১২০ কোটি ডলার পাবে তেল সহায়তা হিসেবে। পাকিস্তানি গণমাধ্যমগুলোর খবরে এ তথ্য জানা গেছে।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, মোটা অংকের অর্থসাহায্যের জন্য সউদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান।টুইটারে ইমরান বলেছেন, পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে ৩০০ কোটি ডলার জমা এবং ১২০ কোটি ডলার পরিশোধিত পেট্রোলিয়ামে অর্থায়নের জন্য আমি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানাতে চাই। কঠিন পরিস্থিতিতে সউদি আরব সবসময় আমাদের পাশে থেকেছে। এখন বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মুখেও তারা পাশে রয়েছে।

আরও পড়ুন: ইমরান খান ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’: পিটিআই প্রধানকে দাগিয়ে দিল পাক আইএসপিআর

এর আগে, সৌদি আরব থেকে সহায়তা পাওয়ার বিষয়টি টুইটারে নিশ্চিত করেন পকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। বুধবার (২৭ অক্টোবর) এক টুইটে তিনি জানান, পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে আমানত হিসেবে ৩০০ কোটি ডলার এবং বছরে ১২০ কোটি ডলারের পেট্রোলিয়াম পণ্য দিয়ে সাহায্য করবে সউদি আরব।

আরও পড়ুন: পাকিস্তানে প্যারামিলিটারি সদর দপ্তরে জঙ্গি হামলা, নিহত ৩

প্রবল অর্থসংকটে বিপর্যস্ত পাকিস্তান সরকারকে ৪২০ কোটি ডলার (প্রায় ৩১ হাজার ৫০৯ কোটি টাকা ) সাহায্য দেবে সউদি আরব। পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে এই প্রস্তাব দিয়েছেন সউদি যুবরাজ মোহম্মদ বিন সালমান। তিন দিনের সফরে গিয়ে সৌদির রাজধানী রিয়াদে সালমানের সঙ্গে বৈঠক করেন ইমরান। সেখানেই পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে ৩০০ কোটি ডলার (প্রায় ২২ হাজার ৫০৬ কোটি টাকা ) দেওয়ার প্রস্তাব দেন সউদি যুবরাজ।