০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইলের সঙ্গে সম্পর্ক তৈরিতে শর্ত দিল সউদি

ইমামা খাতুন
  • আপডেট : ৪ মার্চ ২০২২, শুক্রবার
  • / 34

প্রতীকী ছবি

পুবের কলম ওয়েবডেস্ক : ‘মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আমাকে নিয়ে কী ভাবলেন? তাতে কিছু যায় আসে না। তিনি যদি ভুল ভাবেন তাতে আমার কী করার আছে। আমি তাকে জ্ঞান দিতে পারি না। তেমনই তিনিও আমাকে জ্ঞান দিতে পারেন না।’ এ কথা বলেছেন সউদি যুবরাজ বিন সালমান। মার্কিন প্রভাবশালী ম্যাগাজিন ‘দ্য আটলান্টিক’-এ একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সাক্ষাৎকারে ইসরাইলের সঙ্গে বন্ধুত্বের শর্ত সাংবাদিক জামাল খাশোগি-সহ হত্যাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে কথা বলেন বিন সালমান।

 

আরও পড়ুন: গাজায় ফের ইসরায়েলি হামলায় নিহত ৪১, মোট প্রাণহানি ৫৮ হাজার ৬৬০ ছাড়াল

যুবরাজ হওয়ার পর থেকে তিনিই মূলত সউদির প্রধান নীতিনির্ধারকে পরিণত হয়েছেন। বিন সালমান বলেন, ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধান হলে তবেই কেবল ইসরাইলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করবে সউদি আরব। সাংবাদিক জামাল খাশোগি হত্যা সম্পর্কে তিনি বলেন, ‘আমি যদি এক হাজার মানুষকে হত্যার পকিল্পনার তালিকা তৈরি করতাম তার মধ্যে খাশোগি থাকতেন না। চড়া দামে গুপ্তঘাতক ভাড়া করে খুন করার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি নন। তবে এ হত্যার দায় এড়াতে পারেন না উল্লেখ করে যুবরাজ এও বলেন, ‘খাশোগিকে হত্যার জন্য আমি সরাসরি কোনও নির্দেশ দিইনি।’

আরও পড়ুন: ইসরাইলকে ৪৩৬৫ কোটি টাকার অস্ত্র দিচ্ছে আমেরিকা, দেওয়া হবে ‘বম্ব গাইডেন্স কিট’ও

আরও পড়ুন: গাজায় যুদ্ধ থামিয়ে ছেলেকে ফিরিয়ে আনুন, ট্রাম্পের কাছে কাতর আর্জি এক বন্দি ইসরায়েলি নাগরিকের মায়ের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইসরাইলের সঙ্গে সম্পর্ক তৈরিতে শর্ত দিল সউদি

আপডেট : ৪ মার্চ ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক : ‘মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আমাকে নিয়ে কী ভাবলেন? তাতে কিছু যায় আসে না। তিনি যদি ভুল ভাবেন তাতে আমার কী করার আছে। আমি তাকে জ্ঞান দিতে পারি না। তেমনই তিনিও আমাকে জ্ঞান দিতে পারেন না।’ এ কথা বলেছেন সউদি যুবরাজ বিন সালমান। মার্কিন প্রভাবশালী ম্যাগাজিন ‘দ্য আটলান্টিক’-এ একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সাক্ষাৎকারে ইসরাইলের সঙ্গে বন্ধুত্বের শর্ত সাংবাদিক জামাল খাশোগি-সহ হত্যাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে কথা বলেন বিন সালমান।

 

আরও পড়ুন: গাজায় ফের ইসরায়েলি হামলায় নিহত ৪১, মোট প্রাণহানি ৫৮ হাজার ৬৬০ ছাড়াল

যুবরাজ হওয়ার পর থেকে তিনিই মূলত সউদির প্রধান নীতিনির্ধারকে পরিণত হয়েছেন। বিন সালমান বলেন, ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধান হলে তবেই কেবল ইসরাইলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করবে সউদি আরব। সাংবাদিক জামাল খাশোগি হত্যা সম্পর্কে তিনি বলেন, ‘আমি যদি এক হাজার মানুষকে হত্যার পকিল্পনার তালিকা তৈরি করতাম তার মধ্যে খাশোগি থাকতেন না। চড়া দামে গুপ্তঘাতক ভাড়া করে খুন করার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি নন। তবে এ হত্যার দায় এড়াতে পারেন না উল্লেখ করে যুবরাজ এও বলেন, ‘খাশোগিকে হত্যার জন্য আমি সরাসরি কোনও নির্দেশ দিইনি।’

আরও পড়ুন: ইসরাইলকে ৪৩৬৫ কোটি টাকার অস্ত্র দিচ্ছে আমেরিকা, দেওয়া হবে ‘বম্ব গাইডেন্স কিট’ও

আরও পড়ুন: গাজায় যুদ্ধ থামিয়ে ছেলেকে ফিরিয়ে আনুন, ট্রাম্পের কাছে কাতর আর্জি এক বন্দি ইসরায়েলি নাগরিকের মায়ের