ভারত-সহ ১৪ দেশকে বার্তা সউদির
Saudi Arabia’s new Hajj rule: মক্কায় ঢুকতে বাধ্যতামূলক হজ পারমিট

- আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, শনিবার
- / 98
পুবের কলম,ওয়েবডেস্ক: সউদি আরবের মক্কায় প্রবেশে এবার লাগাম টানল প্রশাসন। হজ ২০২৫-কে সামনে রেখে জারি হয়েছে নতুন নির্দেশিকা— কোনও বিদেশি মুসলিম, এমনকি ভারতীয়রাও হজ পারমিট ছাড়া মক্কায় ঢুকতে পারবেন না। সউদি আরবের ‘জেনারেল ডিরেক্টরেট অব পাবলিক সিকিউরিটি’ জানিয়েছে, ২৩ এপ্রিল ২০২৫ থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। মক্কায় ঢোকার সব রাস্তায় এখন কঠোর নজরদারি চলছে। হজ পারমিট, মক্কা রেসিডেন্স পারমিট (ইকামা) অথবা শহরের কাজের বৈধ অনুমতি না থাকলে সরাসরি ফিরিয়ে দেওয়া হবে।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বিশেষ ডিজিটাল সিস্টেমের মাধ্যমে প্রবেশপথগুলিতে নজরদারি চালানো হচ্ছে। নিয়ম ভাঙলে মোটা অঙ্কের জরিমানা, কারাদণ্ড কিংবা বিদেশি নাগরিকদের বহিষ্কারের ব্যবস্থাও রাখা হয়েছে। আগামী ২৯ এপ্রিল থেকে নিয়ম আরও কড়া হবে— শুধুমাত্র হজ ভিসাধারীদেরই মক্কায় ঢোকার অনুমতি মিলবে। এদিকে, হজে যেতে ইচ্ছুক মুসলিমরা এখন অনলাইনে ‘আবশের’ ও ‘মুকিম’ প্ল্যাটফর্মের মাধ্যমে হজ পারমিটের জন্য আবেদন করতে পারবেন, যা যুক্ত করা হয়েছে ‘তাসরিহ’ নামক ডিজিটাল ব্যবস্থার সঙ্গে।
চলতি বছরের শুরুতেই সউদি আরব তাদের ভিসা নীতিতে বড় পরিবর্তন এনেছে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ ১৪টি দেশের নাগরিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করা হয়েছে। এখন শুধুমাত্র সিঙ্গল এন্ট্রি ভিসায় সউদি প্রবেশের সুযোগ মিলবে। সউদি প্রশাসনের অভিযোগ, আগে বহু বিদেশি দীর্ঘমেয়াদী ভিসায় এসে হজ ও উমরায় অংশ নিতেন, যা হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা তৈরি করত। তাই এবার কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে ।