২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হজযাত্রীদের জন্য সউদি রিয়াল এবার মিলবে জেলাতে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১১ মার্চ ২০২৩, শনিবার
  • / 56

পুবের কলম প্রতিবেদক: রাজ্যের হজযাত্রীদের এবছর সউদি রিয়াল কিনতে ছুটে বেড়াতে হবে না। রাজ্য হজকমিটির ব্যবস্থাপনায় যে সমস্ত জেলায় হজযাত্রীর সংখ্যা বেশি থাকবে সেই সমস্ত এলাকায় নির্দিষ্ট কয়েকটি ব্যাঙ্কের মাধ্যমে ক্যাম্প করে রিয়াল বিক্রি করা হবে। এমনই সিদ্ধান্ত নিতে চলেছেন পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি।

শনিবার হজ কমিটি সূত্রে জানানো হয়েছে রিয়াল কেনা-বেচা নিয়ে বিভিন্ন সময়ে হাজিদের নানা সমস্যার সম্মুখীণ হতে হয়, সেটা এবার দূর হতে চলেছে।

আরও পড়ুন: জমজম পানি: উপকারিতা, ঘটনা এবং ইতিহাস

বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, বর্ধমান, দুই ২৪ পরগণা এবং কলকাতা থেকে বিপুল সংখ্যক হজযাত্রী হজ সম্পন্ন করতে যান। তাঁদের যাতে রিয়াল নিয়ে সমস্যায় না পড়তে হয় তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে দালাল চক্রে হাত থেকে বাঁচতে পারবেন হজযাত্রীরা।

আরও পড়ুন: মহাকুম্ভে মহাবিপর্যয়: গাফিলতির অভিযোগে জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে

হজযাত্রীদের কুরবানি সম্পন্ন প্রসঙ্গে রাজ্য হজ কমিটির পক্ষে বলা হয়, প্রত্যেক ভারতীয় হজযাত্রীকে অবশ্যই কেন্দ্রীয় হজ কমিটির মাধ্যমে কুরবানি করা উচিত। বাইরে কুরবানি করলে দালাল চক্রের হাতে পড়ার সম্ভবনা। এর আগে এ নিয়ে বহু অভিযোগ এসেছে।

আরও পড়ুন: হজ শেষে আজ বাংলায় ফিরছেন হাজীরা

কেন্দ্রীয় হজ কমিটি এবং সউদি হজ মন্ত্রক আইডিবির মাধ্যমে এই কুরবানির ব্যবস্থা করে থাকে। কাজেই কারও সন্দেহ থাকা উচিত নয়। হজ কমিটির পক্ষ থেকে বলা হয়, অনেকে প্রশ্ন তোলেন তাঁদের কুরবানি কখন কীভাবে হচ্ছে জানতে পারেন না।

কিন্তু বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে বিষয়টি খুবই সহজ। প্রত্যেকের হাতে কুপন দেওয়া হবে, নির্দিষ্ট ওয়েব সাইটে গিয়ে কুপন নম্বর দিলে তাঁর কুরবানির বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। ফলে সন্দেহ থাকার কথা নয়।

এবছর হজের আবেদন জমা পড়েছে ১০, ২৫৬-র কিছু বেশি। হজযাত্রীদের নিয়ে প্রশিক্ষণ শুরু হওয়ার সম্ভবনা রমযানের পরে। অন্যদিকে, আজ রবিবার রাজ্য হজ কমিটির ব্যবস্থাপনায় ডব্লুবিসিএসের কোচিং-এর ভর্তির পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

রাজ্যের ৫ টি জেলায় এ বছর ৫০ জনকে প্রশিক্ষণ দেবে রাজ্য হজ কমিটি। আবেদন জমা পড়েছে ২৩১০ জনের। আগামী ১৪ মার্চের মধ্যে  ফলাফল প্রকাশিত হবে বলে জানা যায়। ১৮-১৯ মার্চ সাক্ষাৎকার গ্রহণ করা হবে। ক্লাস শুরু হবে মার্চের মধ্যেই। পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে শিলিগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, কলকাতা এবং আসানসোলে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হজযাত্রীদের জন্য সউদি রিয়াল এবার মিলবে জেলাতে

আপডেট : ১১ মার্চ ২০২৩, শনিবার

পুবের কলম প্রতিবেদক: রাজ্যের হজযাত্রীদের এবছর সউদি রিয়াল কিনতে ছুটে বেড়াতে হবে না। রাজ্য হজকমিটির ব্যবস্থাপনায় যে সমস্ত জেলায় হজযাত্রীর সংখ্যা বেশি থাকবে সেই সমস্ত এলাকায় নির্দিষ্ট কয়েকটি ব্যাঙ্কের মাধ্যমে ক্যাম্প করে রিয়াল বিক্রি করা হবে। এমনই সিদ্ধান্ত নিতে চলেছেন পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি।

শনিবার হজ কমিটি সূত্রে জানানো হয়েছে রিয়াল কেনা-বেচা নিয়ে বিভিন্ন সময়ে হাজিদের নানা সমস্যার সম্মুখীণ হতে হয়, সেটা এবার দূর হতে চলেছে।

আরও পড়ুন: জমজম পানি: উপকারিতা, ঘটনা এবং ইতিহাস

বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, বর্ধমান, দুই ২৪ পরগণা এবং কলকাতা থেকে বিপুল সংখ্যক হজযাত্রী হজ সম্পন্ন করতে যান। তাঁদের যাতে রিয়াল নিয়ে সমস্যায় না পড়তে হয় তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে দালাল চক্রে হাত থেকে বাঁচতে পারবেন হজযাত্রীরা।

আরও পড়ুন: মহাকুম্ভে মহাবিপর্যয়: গাফিলতির অভিযোগে জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে

হজযাত্রীদের কুরবানি সম্পন্ন প্রসঙ্গে রাজ্য হজ কমিটির পক্ষে বলা হয়, প্রত্যেক ভারতীয় হজযাত্রীকে অবশ্যই কেন্দ্রীয় হজ কমিটির মাধ্যমে কুরবানি করা উচিত। বাইরে কুরবানি করলে দালাল চক্রের হাতে পড়ার সম্ভবনা। এর আগে এ নিয়ে বহু অভিযোগ এসেছে।

আরও পড়ুন: হজ শেষে আজ বাংলায় ফিরছেন হাজীরা

কেন্দ্রীয় হজ কমিটি এবং সউদি হজ মন্ত্রক আইডিবির মাধ্যমে এই কুরবানির ব্যবস্থা করে থাকে। কাজেই কারও সন্দেহ থাকা উচিত নয়। হজ কমিটির পক্ষ থেকে বলা হয়, অনেকে প্রশ্ন তোলেন তাঁদের কুরবানি কখন কীভাবে হচ্ছে জানতে পারেন না।

কিন্তু বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে বিষয়টি খুবই সহজ। প্রত্যেকের হাতে কুপন দেওয়া হবে, নির্দিষ্ট ওয়েব সাইটে গিয়ে কুপন নম্বর দিলে তাঁর কুরবানির বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। ফলে সন্দেহ থাকার কথা নয়।

এবছর হজের আবেদন জমা পড়েছে ১০, ২৫৬-র কিছু বেশি। হজযাত্রীদের নিয়ে প্রশিক্ষণ শুরু হওয়ার সম্ভবনা রমযানের পরে। অন্যদিকে, আজ রবিবার রাজ্য হজ কমিটির ব্যবস্থাপনায় ডব্লুবিসিএসের কোচিং-এর ভর্তির পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

রাজ্যের ৫ টি জেলায় এ বছর ৫০ জনকে প্রশিক্ষণ দেবে রাজ্য হজ কমিটি। আবেদন জমা পড়েছে ২৩১০ জনের। আগামী ১৪ মার্চের মধ্যে  ফলাফল প্রকাশিত হবে বলে জানা যায়। ১৮-১৯ মার্চ সাক্ষাৎকার গ্রহণ করা হবে। ক্লাস শুরু হবে মার্চের মধ্যেই। পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে শিলিগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, কলকাতা এবং আসানসোলে।