২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সমকামী পর্যটকদের স্বাগত জানাবে সউদি!  

ইমামা খাতুন
  • আপডেট : ৭ মে ২০২৩, রবিবার
  • / 51

পুবের কলম, ওয়েবডেস্ক: এবার সমকামী ও রূপান্তরকামী ভ্রমণার্থীদের দেশে স্বাগত জানানোর বিষয়ে ইঙ্গিত দিল সউদি আরব। সউদি আরবের পর্যটন মন্ত্রকের এক মন্তব্যকে ঘিরে বেশ বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি এক প্রশ্নোত্তর পর্বে সউদি আরবের পর্যটন মন্ত্রককে প্রশ্ন করা হয়- ‘সউদি আরবে কী এলজিবিটি সম্প্রদায়ের পর্যটকরা আসতে পারবেন?’ এর উত্তরে পর্যটন মন্ত্রক জানায়, এ দেশে সবাইকে স্বাগত। তবে পর্যটন মন্ত্রকের বিবৃতিতে আরও বলা হয়, ‘সকলকেই সউদিতে স্বাগত, তবে বলে রাখা ভালো যে প্রত্যেককে সউদি আরবের সংস্কৃতি, ঐতিহ্য এবং আইনকে শ্রদ্ধা জানাতে হবে। অন্য দেশের সরকারের মতোই আমরা  কোনও পর্যটককে ব্যক্তিগত প্রশ্ন করি না। আমরা গোপনীয়তার অধিকারকে সম্মান করি।’ যদিও সউদি আরব সরাসরি সমকামী ভ্রমণার্থীদের দেশে ঢুকতে দেওয়ার ব্যাপারে কোনও মন্তব্য করেনি। সমকামীদের ট্যুর প্ল্যানিং নিয়ে কাজ করা এক সংস্থার সিইও ড্যারেন বার্ন বলেন, ‘গবেষণা বলছে সাধারণ ও প্রচলিত যুগলদের চেয়ে সমকামী যুগলরাই এক বছরে বেশকয়েকবার ঘুরতে যেতে পছন্দ করেন।’ তিনি আরও বলেন, ‘তবে আমার চিন্তা হচ্ছে গন্তব্যে বাস্তবতা কেমন তা নিয়ে। তারা কী একই হোটেলে সমকামী যুগলকে থাকার জায়গা দেবে?’  উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরেই সউদি আরব জাতীয় পর্যটন খাতকে বিস্তৃত করার চেষ্টা করছে। রাজস্ব আয় বাড়াতে দুবাই ও কাতারকে অনুকরণ করার চেষ্টা করছে সউদি। তবে দেশে সমকামী ভ্রমণার্থীদের ঢুকতে দেওয়া নিয়ে বিস্তারিত কিছু জানায়নি সউদির পর্যটন বিভাগ।

Tag :

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সমকামী পর্যটকদের স্বাগত জানাবে সউদি!  

আপডেট : ৭ মে ২০২৩, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: এবার সমকামী ও রূপান্তরকামী ভ্রমণার্থীদের দেশে স্বাগত জানানোর বিষয়ে ইঙ্গিত দিল সউদি আরব। সউদি আরবের পর্যটন মন্ত্রকের এক মন্তব্যকে ঘিরে বেশ বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি এক প্রশ্নোত্তর পর্বে সউদি আরবের পর্যটন মন্ত্রককে প্রশ্ন করা হয়- ‘সউদি আরবে কী এলজিবিটি সম্প্রদায়ের পর্যটকরা আসতে পারবেন?’ এর উত্তরে পর্যটন মন্ত্রক জানায়, এ দেশে সবাইকে স্বাগত। তবে পর্যটন মন্ত্রকের বিবৃতিতে আরও বলা হয়, ‘সকলকেই সউদিতে স্বাগত, তবে বলে রাখা ভালো যে প্রত্যেককে সউদি আরবের সংস্কৃতি, ঐতিহ্য এবং আইনকে শ্রদ্ধা জানাতে হবে। অন্য দেশের সরকারের মতোই আমরা  কোনও পর্যটককে ব্যক্তিগত প্রশ্ন করি না। আমরা গোপনীয়তার অধিকারকে সম্মান করি।’ যদিও সউদি আরব সরাসরি সমকামী ভ্রমণার্থীদের দেশে ঢুকতে দেওয়ার ব্যাপারে কোনও মন্তব্য করেনি। সমকামীদের ট্যুর প্ল্যানিং নিয়ে কাজ করা এক সংস্থার সিইও ড্যারেন বার্ন বলেন, ‘গবেষণা বলছে সাধারণ ও প্রচলিত যুগলদের চেয়ে সমকামী যুগলরাই এক বছরে বেশকয়েকবার ঘুরতে যেতে পছন্দ করেন।’ তিনি আরও বলেন, ‘তবে আমার চিন্তা হচ্ছে গন্তব্যে বাস্তবতা কেমন তা নিয়ে। তারা কী একই হোটেলে সমকামী যুগলকে থাকার জায়গা দেবে?’  উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরেই সউদি আরব জাতীয় পর্যটন খাতকে বিস্তৃত করার চেষ্টা করছে। রাজস্ব আয় বাড়াতে দুবাই ও কাতারকে অনুকরণ করার চেষ্টা করছে সউদি। তবে দেশে সমকামী ভ্রমণার্থীদের ঢুকতে দেওয়া নিয়ে বিস্তারিত কিছু জানায়নি সউদির পর্যটন বিভাগ।