০৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে গাঁটছড়া ইস্টবেঙ্গলের মধ্যস্থতা সৌরভের

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৪ মে ২০২২, মঙ্গলবার
  • / 59

পুবের কলম প্রতিবেদক: আইএসএল মরশুম শুরু হতে এখনও বেশ কিছুটা দেরি আছে। কিন্তু তার আগে প্রতিটি দলই ঘর গুছিয়ে নিয়ে তৈরি। কিন্তু ইস্টবেঙ্গল এখন রয়েছে বিনিয়োগকারীর সন্ধানে। কিছুদিন আগেই জানা গিয়েছিল বাংলাদেশের বিখ্যাত শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সঙ্গে চুক্তি প্রায় পাকা ইস্টবেঙ্গলের। যদিও ইস্টবেঙ্গল কর্তারা একেবারে নিশ্চিতভাবে তা কিছু জানাননি। কিন্তু কিছু কারণে বসুন্ধরার সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি অনিশ্চিত হয়ে পড়েছে। কিছু কর্তার কথায় বসুন্ধরা আসছে না ইস্টবেঙ্গলে। তাহলে ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী কে? শোনা গেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড নাকি ইস্টবেঙ্গলের নতুন চুক্তি  হতে চলেছে। তবে সেটা শর্ত সাপেক্ষে। ক্লাবের সমস্ত স্বত্ত্বই চলে যাবে ইংল্যান্ডের এই ঐতিহ্যবাহী ক্লাবটির হাতে। অর্থাৎ তাদের মালিকানা হস্তান্তর করতে হবে, তবেই ম্যান ইউ ইস্টবেঙ্গল ক্লাবের দায়িত্ব নিতে রাজী।

আর এর মাধ্যম আর কেউ নন, স্বয়ং বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের সঙ্গে এমনিতেই ইংল্যান্ডের সম্পর্ক বেশ ভালো। লন্ডনে তাঁর একটি বাড়িও রয়েছে। মাঝে মধ্যেই তিনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের খেলাও দেখতে যান। ইংল্যান্ডের এই ঐতিহ্যশালী ক্লাবের সঙ্গে মহারাজের সম্পর্কও উল্লেখ করার মতো। তাই সৌরভকে সামনে রেখেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে কথা বলছে ইস্টবেঙ্গল।

আরও পড়ুন: সাত গোলে লিগ অভিযান শুরু ইস্টবেঙ্গলের

যদিও এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে জানিয়েছেন, ‘শুধু ম্যাঞ্চেস্টার ইউনাইটেড নয়, ইংল্যান্ডের আরও বেশ কিছু বড় সংস্থার সঙ্গে কথা হচ্ছে ইস্টবেঙ্গলের। কয়েকদিন পরেই পুরো বিষয়টি পরিস্কার হতে পারে।’

আরও পড়ুন: আইএসএলে পাঁচটি ম্যাচেই এটিকে মোহনবাগানের কাছে পরাস্ত ইস্টবেঙ্গল

আরও পড়ুন: বিশেষ পারদর্শিতার পুরস্কার দেওয়া হবে সৌরভ পত্নী ডোনাকে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে গাঁটছড়া ইস্টবেঙ্গলের মধ্যস্থতা সৌরভের

আপডেট : ২৪ মে ২০২২, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক: আইএসএল মরশুম শুরু হতে এখনও বেশ কিছুটা দেরি আছে। কিন্তু তার আগে প্রতিটি দলই ঘর গুছিয়ে নিয়ে তৈরি। কিন্তু ইস্টবেঙ্গল এখন রয়েছে বিনিয়োগকারীর সন্ধানে। কিছুদিন আগেই জানা গিয়েছিল বাংলাদেশের বিখ্যাত শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সঙ্গে চুক্তি প্রায় পাকা ইস্টবেঙ্গলের। যদিও ইস্টবেঙ্গল কর্তারা একেবারে নিশ্চিতভাবে তা কিছু জানাননি। কিন্তু কিছু কারণে বসুন্ধরার সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি অনিশ্চিত হয়ে পড়েছে। কিছু কর্তার কথায় বসুন্ধরা আসছে না ইস্টবেঙ্গলে। তাহলে ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী কে? শোনা গেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড নাকি ইস্টবেঙ্গলের নতুন চুক্তি  হতে চলেছে। তবে সেটা শর্ত সাপেক্ষে। ক্লাবের সমস্ত স্বত্ত্বই চলে যাবে ইংল্যান্ডের এই ঐতিহ্যবাহী ক্লাবটির হাতে। অর্থাৎ তাদের মালিকানা হস্তান্তর করতে হবে, তবেই ম্যান ইউ ইস্টবেঙ্গল ক্লাবের দায়িত্ব নিতে রাজী।

আর এর মাধ্যম আর কেউ নন, স্বয়ং বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের সঙ্গে এমনিতেই ইংল্যান্ডের সম্পর্ক বেশ ভালো। লন্ডনে তাঁর একটি বাড়িও রয়েছে। মাঝে মধ্যেই তিনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের খেলাও দেখতে যান। ইংল্যান্ডের এই ঐতিহ্যশালী ক্লাবের সঙ্গে মহারাজের সম্পর্কও উল্লেখ করার মতো। তাই সৌরভকে সামনে রেখেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে কথা বলছে ইস্টবেঙ্গল।

আরও পড়ুন: সাত গোলে লিগ অভিযান শুরু ইস্টবেঙ্গলের

যদিও এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে জানিয়েছেন, ‘শুধু ম্যাঞ্চেস্টার ইউনাইটেড নয়, ইংল্যান্ডের আরও বেশ কিছু বড় সংস্থার সঙ্গে কথা হচ্ছে ইস্টবেঙ্গলের। কয়েকদিন পরেই পুরো বিষয়টি পরিস্কার হতে পারে।’

আরও পড়ুন: আইএসএলে পাঁচটি ম্যাচেই এটিকে মোহনবাগানের কাছে পরাস্ত ইস্টবেঙ্গল

আরও পড়ুন: বিশেষ পারদর্শিতার পুরস্কার দেওয়া হবে সৌরভ পত্নী ডোনাকে