২৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ব ব্র্যাঘ দিবসে সুন্দরবনে সোহন,  সোহিনী ও সুন্দর তিনটি বাঘের দায়িত্ব নিল এসবিআই ব্যাংক

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন: সুন্দরবন মানেই রয়েল বেঙ্গল টাইগার ও ম্যানগ্রোভ বনাঞ্চল। আর দুটোকেই রক্ষা করা সমান জরুরি। শনিবার ২৯ জুলাই ছিল আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস। পৃথিবী জুড়ে বাঘ সংরক্ষণ নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে এই দিনটিকে বেছে নেওয়া হয়। চোরাশিকার, বনাঞ্চল ধ্বংস, বেআইনি ব্যবসা ইত্যাদির কারণে বিগত ১৫০ বছরে প্রায় ৯৫ শতাংশ কমেছে বাঘের সংখ্যা। ২০১০ সাল থেকে শুরু হয় এই বিশেষ দিনটির পালন।

সেন্ট পিটার্সবার্গে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠান থেকে এই দিনটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: ঝড়খালিতে বাঘিনীর মৃত্যু

প্রসঙ্গত, বিশ্বের মোট বাঘের ৭০ শতাংশ বাঘ ভারতেই রয়েছে। তবে চোরাশিকারকারী এবং বিশ্বের বিভিন্ন এলাকার প্রত্যন্ত গ্রামে বাঘ মারার প্রবণতা এখনও রয়েছে। সেই প্রবণতা কমাতে এবার বনদপ্তরের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হলো।

শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার ঝড়খালি ব্র্যাঘ রেসকিউ সেন্টারে থাকা সোহন, সোহিনী ও সুন্দরের দায়িত্ব নিল এসবিআই এর চিপ জেনারেল ম্যানেজার প্রেম অনুপ সিনহা। ঝড়খালি রেসকিউ সেন্টারে থাকা এই তিনটি বাঘের লালন-পালনের জন্য ৬ লক্ষ টাকা সাহায্য করলো এসবিআই।

বিশ্ব ব্র্যাঘ দিবসে সুন্দরবনে সোহন,  সোহিনী ও সুন্দর তিনটি বাঘের দায়িত্ব নিল এসবিআই ব্যাংক

এর পাশাপাশি এই দিনটিকে সারম্বরে পালন করা হয় সুন্দরবন এলাকা জুড়ে। এস বি আই এর পক্ষ থেকে বাঘের হামলায় মৃত ব্যক্তিদের পরিবারের হাতে এদিন আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়।

বনদফতর ও রাষ্ট্র ব্যাংকের যৌথ উদ্যোগে সুন্দরবনের বাঘেদের ওপর যে বিশেষ নজর দেওয়া হয়েছে তাতে মনে করায় যেতে পারে যে আগামী দিনে সুন্দরবনের মানুষদেরকে বাঘেদের আক্রমণের হাত থেকে রক্ষা করা ও মানুষের হাত থেকে বন্যপ্রাণীদের রক্ষা করার ক্ষেত্রে বড় ভূমিকা নিতে চলেছে তারা।

দক্ষিণ ২৪ পরগনার জেলার বন দফতরের আধিকারিক (ডিএফ ও) মিলন মন্ডল জানান, এই বিশেষ দিনে বনদফতরের পাশে দাঁড়িয়েছে এসবিআই।

এসবিআইয়ের পক্ষ থেকে ঝড়খালি রেসকিউ সেন্টারে যে তিনটি বাঘ রয়েছে সোহন, সোহিনী ও সুন্দর এই তিনটি বাঘের এক বছরের লালন পালনের দায়িত্ব নিল এসবিআই।

এছাড়াও এই বিশেষ দিনে বন দপ্তরের পাশে দাঁড়িয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন সংগঠনের পক্ষ থেকে জঙ্গলে নজরদারি করার জন্য এই মঞ্চ থেকে একটি ড্রোন দিয়ে বনদফতরকে সাহায্য করল।

এই দিন কয়েকজন গ্রামবাসীদের কেউ বন দপ্তরের পক্ষ থেকে সম্মানিত করা হয়। গত বছর বাঘের আক্রমণে মৃত্যুর সংখ্যা ছিল শূন্য এবছরও গ্রামবাসী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় সেই সংখ্যাটা ও যেন শূন্য থাকে সেই চেষ্টা আমরা করছি।

এ বিষয়ে এস বি আই এর চিফ জেনারেল ম্যানেজার প্রেম অনুপ সিনহা বলেন, রাজ্য সরকারের এই বিশেষ দিনে। রাজ্য সরকারের এই ব্র্যাঘ সংরক্ষণ প্রকল্পের নিজেদের কে সামিল করতে পেরে আমরা খুব খুশি। এস বি আই এর পক্ষ থেকে তিনটি বাক্যে আমরা এক বছরের জন্য দত্তক নিলাম। বিশ্ব ব্র্যাঘ দিবসে সুন্দরবনে এসে আমরা খুব আনন্দিত।আর বাঘ রক্ষার শপথ নেওয়া হয় এদিন।

 

 
সর্বধিক পাঠিত

বিজেপির রাজ্যে ‘বেটি বাঁচাও’-এর এটাই বাস্তব চিত্র: সেঙ্গারের জামিন নিয়ে তোপ অভিষেকের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিশ্ব ব্র্যাঘ দিবসে সুন্দরবনে সোহন,  সোহিনী ও সুন্দর তিনটি বাঘের দায়িত্ব নিল এসবিআই ব্যাংক

আপডেট : ২৯ জুলাই ২০২৩, শনিবার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন: সুন্দরবন মানেই রয়েল বেঙ্গল টাইগার ও ম্যানগ্রোভ বনাঞ্চল। আর দুটোকেই রক্ষা করা সমান জরুরি। শনিবার ২৯ জুলাই ছিল আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস। পৃথিবী জুড়ে বাঘ সংরক্ষণ নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে এই দিনটিকে বেছে নেওয়া হয়। চোরাশিকার, বনাঞ্চল ধ্বংস, বেআইনি ব্যবসা ইত্যাদির কারণে বিগত ১৫০ বছরে প্রায় ৯৫ শতাংশ কমেছে বাঘের সংখ্যা। ২০১০ সাল থেকে শুরু হয় এই বিশেষ দিনটির পালন।

সেন্ট পিটার্সবার্গে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠান থেকে এই দিনটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: ঝড়খালিতে বাঘিনীর মৃত্যু

প্রসঙ্গত, বিশ্বের মোট বাঘের ৭০ শতাংশ বাঘ ভারতেই রয়েছে। তবে চোরাশিকারকারী এবং বিশ্বের বিভিন্ন এলাকার প্রত্যন্ত গ্রামে বাঘ মারার প্রবণতা এখনও রয়েছে। সেই প্রবণতা কমাতে এবার বনদপ্তরের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হলো।

শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার ঝড়খালি ব্র্যাঘ রেসকিউ সেন্টারে থাকা সোহন, সোহিনী ও সুন্দরের দায়িত্ব নিল এসবিআই এর চিপ জেনারেল ম্যানেজার প্রেম অনুপ সিনহা। ঝড়খালি রেসকিউ সেন্টারে থাকা এই তিনটি বাঘের লালন-পালনের জন্য ৬ লক্ষ টাকা সাহায্য করলো এসবিআই।

বিশ্ব ব্র্যাঘ দিবসে সুন্দরবনে সোহন,  সোহিনী ও সুন্দর তিনটি বাঘের দায়িত্ব নিল এসবিআই ব্যাংক

এর পাশাপাশি এই দিনটিকে সারম্বরে পালন করা হয় সুন্দরবন এলাকা জুড়ে। এস বি আই এর পক্ষ থেকে বাঘের হামলায় মৃত ব্যক্তিদের পরিবারের হাতে এদিন আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়।

বনদফতর ও রাষ্ট্র ব্যাংকের যৌথ উদ্যোগে সুন্দরবনের বাঘেদের ওপর যে বিশেষ নজর দেওয়া হয়েছে তাতে মনে করায় যেতে পারে যে আগামী দিনে সুন্দরবনের মানুষদেরকে বাঘেদের আক্রমণের হাত থেকে রক্ষা করা ও মানুষের হাত থেকে বন্যপ্রাণীদের রক্ষা করার ক্ষেত্রে বড় ভূমিকা নিতে চলেছে তারা।

দক্ষিণ ২৪ পরগনার জেলার বন দফতরের আধিকারিক (ডিএফ ও) মিলন মন্ডল জানান, এই বিশেষ দিনে বনদফতরের পাশে দাঁড়িয়েছে এসবিআই।

এসবিআইয়ের পক্ষ থেকে ঝড়খালি রেসকিউ সেন্টারে যে তিনটি বাঘ রয়েছে সোহন, সোহিনী ও সুন্দর এই তিনটি বাঘের এক বছরের লালন পালনের দায়িত্ব নিল এসবিআই।

এছাড়াও এই বিশেষ দিনে বন দপ্তরের পাশে দাঁড়িয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন সংগঠনের পক্ষ থেকে জঙ্গলে নজরদারি করার জন্য এই মঞ্চ থেকে একটি ড্রোন দিয়ে বনদফতরকে সাহায্য করল।

এই দিন কয়েকজন গ্রামবাসীদের কেউ বন দপ্তরের পক্ষ থেকে সম্মানিত করা হয়। গত বছর বাঘের আক্রমণে মৃত্যুর সংখ্যা ছিল শূন্য এবছরও গ্রামবাসী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় সেই সংখ্যাটা ও যেন শূন্য থাকে সেই চেষ্টা আমরা করছি।

এ বিষয়ে এস বি আই এর চিফ জেনারেল ম্যানেজার প্রেম অনুপ সিনহা বলেন, রাজ্য সরকারের এই বিশেষ দিনে। রাজ্য সরকারের এই ব্র্যাঘ সংরক্ষণ প্রকল্পের নিজেদের কে সামিল করতে পেরে আমরা খুব খুশি। এস বি আই এর পক্ষ থেকে তিনটি বাক্যে আমরা এক বছরের জন্য দত্তক নিলাম। বিশ্ব ব্র্যাঘ দিবসে সুন্দরবনে এসে আমরা খুব আনন্দিত।আর বাঘ রক্ষার শপথ নেওয়া হয় এদিন।