কেন্দ্র এবং রাজ্যগুলিকে নিজেদের বক্তব্য জানাতে বলেছে সুপ্রিম কোর্ট
বাঙালি পরিযায়ী শ্রমিকদের আটক করার বিষয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না Supreme Court

- আপডেট : ১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
- / 22
পুবের কলম,ওয়েবডেস্ক:‘ধরপাকড় জারি থাকবে’। বাংলা ভাষী পরিযায়ী শ্রমিকদের (Bengali-speaking migrant workers) আটক করা নিয়ে কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না Supreme Court ।
দেশজুড়ে বাঙালি খেদানো এখন ‘নতুন ট্রেন্ড’ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে। ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে বাংলা বললেই পুরে দেওয়া হচ্ছে জেলের অন্ধকার কুঠুরিতে। রাতের আঁধারে, দিনের আলোতে চলছে বেদম প্রহার।
অভিযোগ, বাংলায় কথা বললেই বাংলাদেশি সন্দেহে আটক করছে পুলিশ। পুলিশের বিরুদ্ধে ‘অতিসক্রিয়তা’র অভিযোগ তুলে আটক করা বন্ধ রাখার আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা হয় সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার এই আবেদনের ভিত্তিতে কোনও অন্তবর্তিকালীন নির্দেশ দিতে অস্বীকার করেছে বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ।
আদালতের পর্যবেক্ষণ, যদি অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়, সে ক্ষেত্রে যাঁরা সত্যিই অনুপ্রবেশ করেছেন, তাঁদের খুঁজে বার করার ক্ষেত্রে প্রভাব পড়তে পারে। এই ঘটনায় কেন্দ্রীয় সরকার এবং ওডিশা, রাজস্থান, মহারাষ্ট্র, দিল্লি, বিহার, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, হরিয়ানা এবং পশ্চিমবঙ্গ সরকারকে নিজেদের বক্তব্য জানাতে বলেছে সুপ্রিম কোর্ট। মামলার পরবর্তী শুনানি ২৫ অগস্ট। তার আগে পর্যন্ত আটকের উপরে কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট। সব পক্ষের বক্তব্য শুনতে চেয়েছে আদালত।