কাল সুপ্রিম কোর্টে নিমিশা প্রিয়া মামলার শুনানি
- আপডেট : ১৩ জুলাই ২০২৫, রবিবার
- / 174
পুবের কলম,ওয়েবডেস্ক: কাল সুপ্রিম কোর্টে নিমিশা প্রিয়ার মামলার শুনানি। কেন্দ্রের কূটনৈতিক চ্যানেলকে ব্যবহার করে প্রিয়ার ফাঁসির রায় স্থগিত করার উদ্দেশ্যেই এই আবেদন। বলা বাহুল্য, আগামী ১৬ জুলাই ইয়েমেনের রাজধানী সানায় তার ফাঁসি হওয়ার কথা। প্রিয়ার প্রাণভিক্ষায় ইয়েমেন সরকারের সঙ্গে দর কষাকষি চলছে ভারত সরকারের।
আজ বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতার একটি বেঞ্চ এই মামলার শুনানি করবে। জরুরি শুনানির উল্লেখ করে গত ১০ জুলাই এই মামলার আবেদন জানান আইনজীবী সুভাষ চন্দ্রন কেআর। আবেদনে তিনি জানান, শরিয়া আইনের অধীনে মৃত ব্যক্তির পরিবারকে ব্লাড-মানি দিয়ে সাজা মওকুফের কোনও নির্দেশনা রয়েছে কিনা খতিয়ে দেখতেও বলা হয়েছে।
যদিও শরিয়া আইন অনুযায়ী এই সব ক্ষেত্রে কিসাসের কথা বলা হয়েছে। ‘কিসাস’ অর্থ সমপরিমাণ শাস্তি। তবে অনেক ক্ষেত্রে বিকল্প অনুযায়ী দিয়াত (রক্তপণ)-এর ব্যবস্থা করা হয়ে থাকে। যার মাধ্যমে ভুক্তভোগীর পরিবার ‘দিয়াতের’ মাধ্যমে খুনির পরিবারকে ক্ষমা করে দিতে পারে। ‘দিয়া’ বা দিয়াত একটি আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা।








































