ওবিসি স্থগিতাদেশ চ্যালেঞ্জ করে রাজ্য শীর্ষ কোর্টে, শুনানি সোমে

- আপডেট : ২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 67
নয়াদিল্লি : রাজ্যের ওবিসি তালিকায় কলকাতা হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছিল, তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গাভাইয়ের কাছে আবেদন করা হল পশ্চিমবঙ্গ সরকারের তরফে।
বৃহস্পতিবার আইনজীবী কপিল সিব্বাল পশ্চিমবঙ্গ সরকারের হয়ে মামলাটির দ্রুত শুনানির আর্জি করেন। তাতে রাজি হয়ে প্রধান বিচারপতি সামনের সোমবার এই মামলা শুনতে রাজি হয়েছেন। এদিন আইনজীবী সিব্বাল বলেন, এই বিষয়ে যে সব রায় হয়েছে তার পরিপন্থী কিছু করা হয়ে থাকলে নতুন করে আইন প্রণয়ন করতে হবে।
তখন প্রধান বিচারপতি গাভাই বলেন, সেই ইন্দিরা সাহানি মামলা থেকেই একথা বলা হয়েছে যে, ওবিসি তালিকা স্থির করবে প্রশাসন, বিচারবিভাগ নয়। তখন সিব্বাল বলেন, হাইকোর্টে এক অবমাননা মামলাও রুজু হয়েছে এই বিষয়ে। সেই মামলাতেও স্থগিতাদেশ দিয়ে দিন।
তখন প্রধান বিচারপতি গাভাই বলেন, দাঁড়ান, মামলাটির তালিকাভুক্ত হোক, শুনানির দিন সব দেখা যাবে। এদিন প্রধান বিচারপতি গাভাইয়ের কথাতেই বোঝা যায় যে, হাইকোর্ট এর রায়ে স্থগিতাদেশ পেতে চলেছে।
গত ১৭ জুন কলকাতা হাইকোর্টের এক বেঞ্চ পশ্চিমবঙ্গ সরকারের করা নতুন ওবিসি তালিকায় স্থগিতাদেশ দেয়। ২০২৪ সালের মে মাসে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকার যে ৭৭ সম্প্রদায়ের মানুষজনকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করেছিল, তা আটকে দেয়।
রাজ্য সরকার তখন সেই স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টেও যেমন গিয়েছিল তেমনই বাদটাদ দিয়ে নতুন ওবিসি তালিকা করার প্রয়াসও নেয়। সেই নতুন তালিকা রাজ্য সরকার প্রকাশ করার পর তাও স্থগিত করে দেয় কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট তখন বলেছিল, পুরনো তালিকাকেই নতুন বলে চালানোর চেষ্টা করছে রাজ্য সরকার।