রাজস্থানে হঠাৎ ভেঙে পড়ল স্কুলের ছাদ, চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু ৬ পড়ুয়ার

- আপডেট : ২৫ জুলাই ২০২৫, শুক্রবার
- / 65
পুবের কলম, জয়পুর: রাজস্থানে এক সরকারী স্কুলে ক্লাস চলাকালীন হঠাৎই ভেঙে পড়ল ছাদ। ঘটনায় ছ’জন পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছে আরও ৩০ জন পড়ুয়া। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে রাজস্থানের ঝালাওয়ার জেলার মনোহর থানার পিপলোদি সরকারি স্কুলে। মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে অভিভাবকরা। প্রশ্ন উঠছে, ছোট ছোট বাচ্চাদের নিরাপত্তা কোথায়?
জানা গিয়েছে, নিত্যদিনের মত এদিনও স্কুলে গিয়েছিলেন শিক্ষক-শিক্ষিকা, স্কুল কর্মচারী ও পড়ুয়ারা। সপ্তম শ্রেণির ৩৫ জন পড়ুয়াকে নিয়ে ক্লাস চলাকালীন হঠাৎ স্কুলের জরাজীর্ণ ছাদ ভেঙে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া শিক্ষক ও পড়ুয়াদের উদ্ধারের চেষ্টা চালান তারা। যদিও পরে পুলিশে খবর দেওয়া হলে তারা জেসিবি নিয়ে এসে উদ্ধার কাজ শুরু করে।
অভিযোগ, ওই সরকারি স্কুলের পরিকাঠামো আগে থেকেই জরাজীর্ণ অবস্থায় ছিল। ভগ্নপ্রায় ওই ছাদের নীচে দীর্ঘদিন ধরে পড়ুয়াদের পড়ানো হত। একাধিকবার স্কুলের পরিকাঠামো নিয়ে কর্তৃপক্ষকে অভিযোগ জানানো হয়। তারপরও প্রশাসনের তরফে আগাম কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়দের অভিযোগ, বারংবার বলার পরও কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা গ্রহণ করেনি। স্কুল সংস্কারের কথা বললেও তাতেও তারা নীরব থেকেছে। সম্পূর্ণ কর্তৃপক্ষের গাফিলতির কারণে ছ’জন নিরীহ বাচ্চা মারা গেল। এই দায় প্রশাসনের।
এদিকে মর্মান্তিক দুর্ঘটনা ও নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা। কীভাবে ঘটল দুর্ঘটনা! তা জানতে উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ার জানিয়েছেন, এই মূহুর্তে আমাদের প্রধান লক্ষ্য হল ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধার করা। যারা আহত হয়েছে তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা। তবে ওই স্কুল সংস্কার ও মেরামতের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হবে।