২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রাচীন ইসলামি শিলালিপির খোঁজ

ইমামা খাতুন
  • আপডেট : ১৫ জুন ২০২২, বুধবার
  • / 37

REPRESENTATIVE IMAGE

পুবের কলম ওয়েবডেস্কঃ ­ ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান বিন আফফান রা.-এর শাসনকালের ইসলামিক প্রত্নতাত্বিক শিলালিপি আবিষ্কারের দাবি করেছে সউদি আরবের সাংস্কৃতিক ঐতিহ্য কর্তৃপক্ষ। এই শিলালিপি ১৪১৯ বছরের পুরনো হতে পারে। সে-হিসেবে এটি ইসলামের তৃতীয় খলিফার যুগের বলে মনে করা হচ্ছে। সউদি আরবের হেরিটেজ কর্তৃপক্ষ নিজেদের ট্যুইটার অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে জানিয়েছে, দেশের পশ্চিমে মক্কা মুকাররামার কাসর আল-আলিয়ায় প্রত্নত্বাতিক শিলালিপি পাওয়া গেছে। হেরিটেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শিলালিপিটি তারা নথিভুক্ত করেছে। এই শিলালিপিতে আরবি শধ রয়েছে। শিলালিপিতে লেখা বাক্যগুলোর সঙ্গে প্রথম যুগের আরবি লেখার অনেকটা মিল পাওয়া গেছে। সেখানে খোদাই করা হরফগুলোতে কোনও নোকতা নেই। এর প্রথম লাইনে ‘জুহির’ নামে অস্পষ্ট একটি শধ পাওয়া গেছে। আবিষ্কৃত শিলালিপিটিতে লেখা বাক্য খলিফা ওসমান রা.-এর খেলাফত গ্রহণের পরের হওয়ার কারণে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

 

আরও পড়ুন: প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে ইডির তল্লাশি, ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ দাবি বাঘেলের

আরও পড়ুন: সুড়ঙ্গে এখনও আটকে ৮জন, উদ্ধারের কাজে বিকল্প পথের খোঁজ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রাচীন ইসলামি শিলালিপির খোঁজ

আপডেট : ১৫ জুন ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ­ ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান বিন আফফান রা.-এর শাসনকালের ইসলামিক প্রত্নতাত্বিক শিলালিপি আবিষ্কারের দাবি করেছে সউদি আরবের সাংস্কৃতিক ঐতিহ্য কর্তৃপক্ষ। এই শিলালিপি ১৪১৯ বছরের পুরনো হতে পারে। সে-হিসেবে এটি ইসলামের তৃতীয় খলিফার যুগের বলে মনে করা হচ্ছে। সউদি আরবের হেরিটেজ কর্তৃপক্ষ নিজেদের ট্যুইটার অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে জানিয়েছে, দেশের পশ্চিমে মক্কা মুকাররামার কাসর আল-আলিয়ায় প্রত্নত্বাতিক শিলালিপি পাওয়া গেছে। হেরিটেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শিলালিপিটি তারা নথিভুক্ত করেছে। এই শিলালিপিতে আরবি শধ রয়েছে। শিলালিপিতে লেখা বাক্যগুলোর সঙ্গে প্রথম যুগের আরবি লেখার অনেকটা মিল পাওয়া গেছে। সেখানে খোদাই করা হরফগুলোতে কোনও নোকতা নেই। এর প্রথম লাইনে ‘জুহির’ নামে অস্পষ্ট একটি শধ পাওয়া গেছে। আবিষ্কৃত শিলালিপিটিতে লেখা বাক্য খলিফা ওসমান রা.-এর খেলাফত গ্রহণের পরের হওয়ার কারণে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

 

আরও পড়ুন: প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে ইডির তল্লাশি, ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ দাবি বাঘেলের

আরও পড়ুন: সুড়ঙ্গে এখনও আটকে ৮জন, উদ্ধারের কাজে বিকল্প পথের খোঁজ