Adani Group-এর বিরুদ্ধে হিন্ডেনবার্গের যাবতীয় অভিযোগ খারিজ করল Sebi
- আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার
- / 154
পুবের কলম,ওয়েবডেস্ক: আদানি গোষ্ঠীর (Adani Group) বিরুদ্ধে হিন্ডেনবার্গের সমস্ত অভিযোগ খারিজ করল সেবি (Sebi)। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, হিন্ডেনবার্গ রিপোর্টে গৌতম আদানির বিরুদ্ধে যে যে অভিযোগ করা হয়েছিল তাও খারিজ করা হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠীগুলোর অন্যতম আদানি গ্রুপকে ঘিরে ইউটিউব ও ইনস্টাগ্রামে প্রকাশিত সমস্ত সমালোচনামূলক ‘লেখা ও কনটেন্ট’ মুছে দেওয়ার জন্য নির্দেশ দেয় ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মঙ্গলবার ইউটিউবের মূল প্রতিষ্ঠান গুগল ইনকরপোরেশন ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেশনকে সংশ্লিষ্ট বিষয়ে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে— ইউটিউবে এ সংক্রান্ত ১৩৮টি ভিডিয়ো এবং ইনস্টাগ্রামে ৮৩টি পোস্ট অবিলম্বে অনলাইন থেকে অপসারণ করতে হবে।


















































