গোপনে ইসরাইলকে অস্ত্র দিচ্ছে আমেরিকা

- আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, বুধবার
- / 23
বিশেষ প্রতিবেদন: গাজায় গণহত্যা চালাতে ইসরাইলকে মুখে সতর্ক করলেও, গোপনে ইহুদি বাহিনীকে সামরিক সহায়তা বাড়াচ্ছে আমেরিকা। আমেরিকার অভ্যন্তরীণ প্রতিরক্ষা বিভাগ সূত্রে এই খবর ফাঁস হয়েছে। ইসরাইলের অনুরোধে অস্ত্র বহনকারী অ্যাপাচি বিমানে আরও বেশি পরিমাণে লেজারযুক্ত ক্ষেপণাস্ত্র, ১৫৫ মিলিমিটার শেল, নাইট ভিশন ডিভাইস, বাঙ্কা বিধ্বংসী রকেট, নতুন ক্ষেপণাস্ত্র ও সাঁজোয়া যান অন্তর্ভুক্ত করেছে পেন্টাগন। জানা যায়, অক্টোবরের শেষ দিকেই ইসরাইলে সামরিক সহায়তা পাঠানোর তালিকা প্রস্তুত করা হয়েছিল। সেখানে গোপনেই এসব অস্ত্র অন্তর্ভুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের অস্ত্রভান্ডার থেকে সেগুলো ইসরাইলে সরবরাহের কাজ করছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। আমেরিকার অভ্যন্তরীণ প্রতিরক্ষা বিভাগ বলেছে, ইসরাইল যাতে ‘আত্মরক্ষা’ করতে পারে, তা নিশ্চিতে বেশ কয়েকটি উপায় ব্যবহার করছে ওয়াশিংটন। যদিও এর আগে ইসরাইলকে জরুরি সামরিক সহায়তা দিতে মার্কিন প্রতিনিধি পরিষদে পাস হওয়া একটি বিল আটকে দেয় সেনেট। ইসরাইলকে ১,৪৩০ কোটি মার্কিন ডলার সামরিক সহায়তা দিতে একটি বিল পাস করে রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ। এর মধ্যে স্বল্পপাল্লার রকেট হামলা মোকাবিলায় আয়রন ডোম ও ডেভিড স্লিং প্রতিরক্ষাব্যবস্থা কিনতে ৪০০ বিলিয়ন ডলার দেওয়ার কথা বলা হয়।