মুসলিমদের প্রতি ‘বিদ্বেষ’ ছড়ানো হলেও ধর্মনিরপেক্ষ দলগুলি নীরব, মন্তব্য দলিত সাংসদ চন্দ্রশেখর আজাদের

- আপডেট : ১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার
- / 163
পুবের কলম ওয়েবডেস্ক: মুসলিমদের প্রতি ‘বিদ্বেষ’ ছড়ানো হলেও ধর্মনিরপেক্ষ দলগুলি নীরব বলে মন্তব্য করেছেন দলিত নেতা তথা সাংসদ চন্দ্রশেখর আজাদ। আজাদ সমাজ পার্টি (কাশীরাম)-এর প্রধান সাংসদ চন্দ্রশেখর আজাদ বলেন, অনেকের নামধারী ধর্মনিরপেক্ষ দল যারা বড়বড় ভাষণ দিয়ে থাকেন, তাঁরা মুসলিমদের প্রতি ‘বিদ্বেষ’ নীতির বিরুদ্ধে নীরব রয়েছেন।
সম্প্রতি এক রাজনৈতিক সভায় তিনি আরো বলেন, মুসলিমদের উপরে অত্যাচার, মসজিদ ভাঙা, তাঁদের বাড়ি ভেঙে দেওয়া এবং মুসলিম যুবকদের জেলে ভরে দেওয়ার বিরূদ্ধে তিনি সরব।
তিনি বলেন এই সময় ভাবতে হবে সাম্প্রদায়িক চক্রান্তে কারা প্রলুব্ধ হচ্ছে এবং কিভাবে মুসলিমরা তার শিকার হচ্ছে। তিনি বলেন, বিজেপি-নেতৃত্বাধীন সরকার সংবিধান বিরোধী কাজ করছে এবং মুসলিমদের উপর অত্যাচার করছে।
এরপর চন্দ্র শেখর আজাদ বলেন, ধর্মনিরপেক্ষতার ভান করা রাজনৈতিক দলগুলি চুপ করে বসে আছে এবং জনগণের উপর অত্যাচার দেখছে, কিন্তু কিছু বলছে না।
তিনি বলেন, যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে সমাজকে সাম্প্রদায়িকতার কবল থেকে মুক্ত করতে হবে। আগামী নির্বাচন দেশের জন্য গুরুত্বপূর্ণ এবং ধর্মনিরপেক্ষ শক্তিকে জিতিয়ে আনতে হবে। তিনি বলেন সংবিধান রক্ষার জন্য ভোট দিন এবং বিজেপি- আরএসএস- সাম্প্রদায়িক শক্তিকে হারাতে হবে।