পুবের কলম, তিরুবনন্তপুরম: কেন্দ্র সরকার আরএসএস-এর আদর্শ অনুসরণ করেই কাজ করছে বলে অভিযোগ করলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। সোমবার তিনি বলেন, “বর্তমানে বহু আরএসএস–মতাদর্শী ও প্রচারক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে বসানো হয়েছে। এই লক্ষ্যেই সঙ্ঘ পরিবার–ঘনিষ্ঠ মনোনীত ব্যক্তিদের সরাসরি বিশ্ববিদ্যালয়গুলিতে বসানো হচ্ছে। এই প্রবণতা যে কতটা বিপজ্জনক, তা সবার বুঝতে হবে।” বিজয়ন বলেন, “আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ধর্মনিরপেক্ষতার দুর্গ। সেই চরিত্রই ধ্বংস করাই বিজেপি ও আরএসএস–এর লক্ষ্য। বিশেষ করে কেরল হল ধর্মনিরপেক্ষতার অন্যতম শক্ত ঘাঁটি, আর সেই দুর্গ ভাঙাই তাদের উদ্দেশ্য।”
কেরলের মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে দেশের ইতিহাস নতুন করে লেখার চেষ্টা চলছে। তাঁর কথায়, “তারা চায় না ছাত্ররা মহাত্মা গান্ধী সম্পর্কে জানুক, স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে জানুক। তারা চায় না এমন সত্য সামনে আসুক — কে ব্রিটিশদের সমর্থন চেয়েছিল, কারা জেল থেকে দয়া প্রার্থনার আবেদন লিখেছিল, ইত্যাদি।” বিজয়নের দাবি, “ইতিহাস বিকৃত করা, ভুয়ো বয়ান তৈরি করা এবং ছাত্রদের গড়ে তোলা একটি ভ্রান্ত ও মনগড়া অতীতের ভিত্তিতে—এই লক্ষ্য নিয়েই এগোচ্ছে বর্তমান শাসকশক্তি।”





























