০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চুঁচুড়ায় চাঞ্চল্য: আলমারি খুলতেই বেরিয়ে এল তিনদিন ধরে নিখোঁজ বৃদ্ধার দেহ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, শনিবার
  • / 46

Representative image

 

 

আরও পড়ুন: মোদির ‘বিশ্বগুরু’র দাবি নাকচ করল ফোর্বসের রিপোর্ট

 

আরও পড়ুন: আমেরিকায় উড়ান বিপত্তি! ১০ জনকে নিয়ে নিখোঁজ বিমান

পুবের কলম ওয়েবডেস্ক: তিনদিন ধরে নিখোঁজ ছিলেন মা । মাকে হন্যে হয়ে খুঁজছিলেন ছেলে। কিন্তু মা এর দেহ যে আলমারির মধ্যেই ছিল সে আর কে জানত। শনিবার সকালে আলমারি খুলতেই গড়িয়ে পড়ল মায়ের দেহ। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়ায়।

আরও পড়ুন: ধ্বংসস্তূপের নীচে মিলল পাসপোর্ট, এখনও নিখোঁজ ভারতীয় যুবক

গোটা ঘটনায় অভিযোগের আঙুল মৃতার স্বামীর দিকে।স্ত্রী কে খুন করে দেহ আলমারিতে ভরে পলাতক তিনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জানা যাচ্ছে চুঁচুড়ার শ্যামবাবুর ঘাটের কাছে একটি বস্তিতে এই ঘটনা ঘটেছে।  ওই বস্তির বাসিন্দা ভারতী ঘোষ ( ৬৫)  গততিনদিন ধরে নিখোঁজ ছিলেন। প্রতিবেশীরা জানিয়েছেন ভারতী দেবীর দেখা পাচ্ছিলেন না তাঁরা। এমন কি তাঁর ছেলেও জানতেন না মা কোথায়। ভারতী দেবী এবং তাঁর কাশীনাথ ওই বস্তিতে একটি বাড়িতে ভাড়া থাকতেন। ছেলেরা এক বাড়িতে না থাকলেও  থাকতেন আশেপাশেই।

শনিবার সকালে ভারতী ও কাশীনাথের একছেলে আসেন বাড়িতে। আলমারি থেকে কিছু পোশাক বার করার দরকার ছিল। আলমারির দরজা খুলতেই হটাৎ করেই বেরিয়ে আসে ভারতীর হাত। এরপর পাল্লা হাট করতেই মাটিতে হুড়মুড়িয়ে পড়ে যায় দেহটি। আতঙ্কিত পরিবারের সদস্যরা সঙ্গেসঙ্গে পুলিশে খবরদেন ।পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান কাশীনাথ তাঁর স্ত্রীকে খুন করে দেহ আলমারির মধ্যে রেখে দিয়ে চম্পট দিয়েছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চুঁচুড়ায় চাঞ্চল্য: আলমারি খুলতেই বেরিয়ে এল তিনদিন ধরে নিখোঁজ বৃদ্ধার দেহ

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, শনিবার

 

 

আরও পড়ুন: মোদির ‘বিশ্বগুরু’র দাবি নাকচ করল ফোর্বসের রিপোর্ট

 

আরও পড়ুন: আমেরিকায় উড়ান বিপত্তি! ১০ জনকে নিয়ে নিখোঁজ বিমান

পুবের কলম ওয়েবডেস্ক: তিনদিন ধরে নিখোঁজ ছিলেন মা । মাকে হন্যে হয়ে খুঁজছিলেন ছেলে। কিন্তু মা এর দেহ যে আলমারির মধ্যেই ছিল সে আর কে জানত। শনিবার সকালে আলমারি খুলতেই গড়িয়ে পড়ল মায়ের দেহ। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়ায়।

আরও পড়ুন: ধ্বংসস্তূপের নীচে মিলল পাসপোর্ট, এখনও নিখোঁজ ভারতীয় যুবক

গোটা ঘটনায় অভিযোগের আঙুল মৃতার স্বামীর দিকে।স্ত্রী কে খুন করে দেহ আলমারিতে ভরে পলাতক তিনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জানা যাচ্ছে চুঁচুড়ার শ্যামবাবুর ঘাটের কাছে একটি বস্তিতে এই ঘটনা ঘটেছে।  ওই বস্তির বাসিন্দা ভারতী ঘোষ ( ৬৫)  গততিনদিন ধরে নিখোঁজ ছিলেন। প্রতিবেশীরা জানিয়েছেন ভারতী দেবীর দেখা পাচ্ছিলেন না তাঁরা। এমন কি তাঁর ছেলেও জানতেন না মা কোথায়। ভারতী দেবী এবং তাঁর কাশীনাথ ওই বস্তিতে একটি বাড়িতে ভাড়া থাকতেন। ছেলেরা এক বাড়িতে না থাকলেও  থাকতেন আশেপাশেই।

শনিবার সকালে ভারতী ও কাশীনাথের একছেলে আসেন বাড়িতে। আলমারি থেকে কিছু পোশাক বার করার দরকার ছিল। আলমারির দরজা খুলতেই হটাৎ করেই বেরিয়ে আসে ভারতীর হাত। এরপর পাল্লা হাট করতেই মাটিতে হুড়মুড়িয়ে পড়ে যায় দেহটি। আতঙ্কিত পরিবারের সদস্যরা সঙ্গেসঙ্গে পুলিশে খবরদেন ।পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান কাশীনাথ তাঁর স্ত্রীকে খুন করে দেহ আলমারির মধ্যে রেখে দিয়ে চম্পট দিয়েছেন।