মহেশতলায় নার্সের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য, খুন হয়েছে বলে দাবি স্বামীর

- আপডেট : ৬ জুলাই ২০২৫, রবিবার
- / 208
পুবের কলম,ওয়েবডেস্ক: মহেশতলায় নার্সের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য। স্বামীকে খুঁজতে বেড়িয়ে লাশ হয়ে ফিরলেন স্ত্রী। খুন হয়েছে স্ত্রী শিল্পী বলে দাবি স্বামীর। অভিযোগ, মহরম উপলক্ষে অফিসের কাজ শেষে পাড়ায় ঘুরতে বেড়িয়ে ছিলেন স্বামী। অনেক রাত হয়ে গেলেও বাড়িতে ফেরেন নি। এই অবস্থায় সময়জ্ঞান হারিয়ে চিন্তামগ্ন হয়ে স্বামীকে খুঁজতে বেড়িয়ে পড়েন শিল্পী। তারপরেই লাশ হয়ে বাড়ি ফেরেন তিনি। পেশায় একজন নার্স ছিলেন তিনি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মহেশতলা থানা এলাকায়। কীভাবে মৃত্যু হল মহিলার, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশি জিজ্ঞাসাবাদে মৃতার স্বামী জানিয়েছেন, পবিত্র মহরম উপলক্ষে বাড়ির বাইরে বেরিয়েছিলেন তিনি। কিন্তু রাত হয়ে যাওয়ার পরও ফিরে আসেননি তিনি। তারপর মধ্যরাতে তার কাছে এক স্থানীয়র ফোন আসে। খবর পান, স্ত্রী অচৈতন্য অবস্থায় একটি বাড়ির সামনে পড়ে আছেন। এরপর খবর যায় মহেশতলা থানায়। সেখানেই পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।
মৃতার নাম শিল্পী বিবি। বয়স ৩৪। পেশায় একজন নার্স ছিলেন শিল্পী বিবি। স্বামীর অভিযোগ, কেউ তাঁর স্ত্রীকে খুন করেছে। কারণ তাঁর গলায় ওড়না পেঁচানো ছিল।
ইতিমধ্যেই এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। মূলত যার বাড়ির সামনে দেহটি পড়ে থাকতে দেখা যায় সেই বাড়ির একজনকে আটক করে মহেশতলা থানায় নিয়ে আসা হয়।