০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গুরুতর অসুস্থ যশবন্ত সিনহা, উদ্বেগে তৃণমূল শীর্ষ নেতৃত্ব

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১ ডিসেম্বর ২০২১, বুধবার
  • / 48

পুবের কলম ওয়েবডেস্কঃ গুরুতর অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা তৃণমূল নেতা যশবন্ত সিনহা। বর্ষীয়ান এই রাজনীতিবিদের অবস্থা নিয়ে উদ্বেগে তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

দলের কোর কমিটির বৈঠকে যোগ দিতে কলকাতায় এসে অসুস্থ পড়েন যশবন্ত। তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। উডবার্ন ওয়ার্ডের ১০৪ নম্বর কেবিনে চিকিৎসক রাজেশ প্রামানিকের তত্বাবধানে আপাতত চিকিৎসাধীন রয়েছেন যশবন্ত। গঠন করা হয়েছে ৬ সদস্যের মেডিকেল বোর্ড।

আরও পড়ুন: গাড়িতে বাইকের ঘষা লাগায় রাগ! ধাওয়া করে দুই ডেলিভারি বয়কে পিষে মারল দম্পতি

রাজনৈতিক সন্ন্যাস ছেড়ে বাংলার বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ দেন অটল বিহারি সরকারের আমলে কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা। বর্তমানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি। একইসঙ্গে জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যও করা হয় তাঁকে।

আরও পড়ুন: পার্ক স্ট্রিটের হোটেল থেকে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ২

অটল বিহারী বাজপেয়ীর আমলে ছিলেন মন্ত্রীসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য।তবে বিগত কয়েকবছর ধরেই তিনি বিজেপির সমালোচনায় মুখর ছিলেন। এমনকি ২০১৭ সালে অমিত শাহের ছেলে জয় শাহের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়েও মুখ খোলেন

আরও পড়ুন: ‘SIR হলেও অন্তত ১টি আসন বাড়াব, বিজেপিকে নামাব ৫০-এ’, চ্যালেঞ্জ অভিষেকের

বাজপেয়ী সরকারের আমলে তিনি ছিলেন অর্থ, বিদেশ মন্ত্রকের মত গুরুত্বপূর্ণ দায়িত্বে। কিন্তু নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর লালকৃষ্ণ আদবানী বা অরুণ শৌরিদের মত যশবন্ত সিনহাকেও চলে যেতে হয় পেছেনের সারিতে। বাধ্য হয়েই নেন রাজনৈতিক সন্ন্যাস।

কিন্তু তৃণমূলে যোগদেওয়ার পর তাঁকে যথাযোগ্য সম্মান ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি। একইসঙ্গে জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যও করা হয় তাঁকে।

তবে এই মুহুর্তে তাঁর শারীরিক অবস্থা নিয়ে যথেষ্ট উদ্বেগে চিকিৎসকরা।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গুরুতর অসুস্থ যশবন্ত সিনহা, উদ্বেগে তৃণমূল শীর্ষ নেতৃত্ব

আপডেট : ১ ডিসেম্বর ২০২১, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ গুরুতর অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা তৃণমূল নেতা যশবন্ত সিনহা। বর্ষীয়ান এই রাজনীতিবিদের অবস্থা নিয়ে উদ্বেগে তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

দলের কোর কমিটির বৈঠকে যোগ দিতে কলকাতায় এসে অসুস্থ পড়েন যশবন্ত। তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। উডবার্ন ওয়ার্ডের ১০৪ নম্বর কেবিনে চিকিৎসক রাজেশ প্রামানিকের তত্বাবধানে আপাতত চিকিৎসাধীন রয়েছেন যশবন্ত। গঠন করা হয়েছে ৬ সদস্যের মেডিকেল বোর্ড।

আরও পড়ুন: গাড়িতে বাইকের ঘষা লাগায় রাগ! ধাওয়া করে দুই ডেলিভারি বয়কে পিষে মারল দম্পতি

রাজনৈতিক সন্ন্যাস ছেড়ে বাংলার বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ দেন অটল বিহারি সরকারের আমলে কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা। বর্তমানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি। একইসঙ্গে জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যও করা হয় তাঁকে।

আরও পড়ুন: পার্ক স্ট্রিটের হোটেল থেকে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ২

অটল বিহারী বাজপেয়ীর আমলে ছিলেন মন্ত্রীসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য।তবে বিগত কয়েকবছর ধরেই তিনি বিজেপির সমালোচনায় মুখর ছিলেন। এমনকি ২০১৭ সালে অমিত শাহের ছেলে জয় শাহের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়েও মুখ খোলেন

আরও পড়ুন: ‘SIR হলেও অন্তত ১টি আসন বাড়াব, বিজেপিকে নামাব ৫০-এ’, চ্যালেঞ্জ অভিষেকের

বাজপেয়ী সরকারের আমলে তিনি ছিলেন অর্থ, বিদেশ মন্ত্রকের মত গুরুত্বপূর্ণ দায়িত্বে। কিন্তু নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর লালকৃষ্ণ আদবানী বা অরুণ শৌরিদের মত যশবন্ত সিনহাকেও চলে যেতে হয় পেছেনের সারিতে। বাধ্য হয়েই নেন রাজনৈতিক সন্ন্যাস।

কিন্তু তৃণমূলে যোগদেওয়ার পর তাঁকে যথাযোগ্য সম্মান ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি। একইসঙ্গে জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যও করা হয় তাঁকে।

তবে এই মুহুর্তে তাঁর শারীরিক অবস্থা নিয়ে যথেষ্ট উদ্বেগে চিকিৎসকরা।