ট্রেনে আগুন, ভাঙচুর, সড়ক অবরোধ, অগ্নিপথের বিরুদ্ধে প্রদিবাদে উত্তাল বিহার, হরিয়ানা, ইউপি সহ একাধিক রাজ্য
- আপডেট : ১৬ জুন ২০২২, বৃহস্পতিবার
- / 11
পুবের কলম ওয়েবডেস্কঃ মঙ্গলবার কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক চুক্তিভিত্তিক সেনা নিয়োগ “ অগ্নিপথ” প্রক ল্পের কথা ঘোষণা করেছে । এরপর থেকেই কার্যত বিক্ষোভে উত্তাল হয়েছে বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, হিমাচল প্রদেশ সহ একাধিক রাজ্য। সেনাবাহিনীতে যোগদানের স্বপ্ন দেখা বহু তরুণ উগরে দেন ক্ষোভ, ফেটে পড়েন অসন্তোষে। ট্রেন ভাংচুর করে আগুন লাগিয়ে দেন প্রতিবাদীরা। বিহারে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।টায়ার জ্বালিয়ে রেল ও সড়ক অবরোধের জেরে বিপর্যস্ত হয়ে পড়ে যান চলাচল। অগ্নিপথ প্রত্যাহারের দাবিতে ক্রমেই চড়ছে বিক্ষোভের পারদ। বিক্ষোভকারীরা ভবুয়া রোড রেলওয়ে স্টেশনে একটি ট্রেনে আগুন ধরিয়ে দেয়।
#WATCH | Youth hold protest in Jehanabad over the recently announced #AgnipathRecruitmentScheme for Armed forces. Rail and road traffic disrupted by the protesting students. pic.twitter.com/iZFGUFkoOU
— ANI (@ANI) June 16, 2022
মঙ্গলবার কেন্দ্র এই স্কিমটি চালু করার পরে আন্দোলন শুরু হয়, যা চার বছরের মেয়াদে চুক্তি ভিত্তিতে জওয়ানদের নিয়োগের প্রস্তাব করা হয়েছে। কোন অবসরকালীন সুযোগ পাবেননা চুক্তিভিক্তিতে নিযুক্ত জওয়ানরা। প্রথম তিন বছর ৩০ হাজার করে তাঁরা বেতন পাবেন, চতুর্থ বছরে তাঁরা পাবেন ৪০ হাজার টাকা।
বিক্ষোভকারীরা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছি এবং এখন কেন্দ্র ৪ বছরের চাকরি হিসেবে টিওডি (ট্যুর অফ ডিউটি) নিয়ে এসেছে। আমরা এটা চাই না, কিন্তু পুরোনো নিয়োগ প্রক্রিয়া চাই,”
উল্লেখ্য নওয়াদা, জেহানাবাদ এবং মুঙ্গের জেলায় শত শত যুবক নিয়োগ প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জড়ো হন। ।নওয়াদায়, প্রতিবাদ জানাতে বিশাল সংখ্যাক জনতা জমায়েত হন। বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে এবং প্রকল্পের বিরুদ্ধে স্লোগান তুলে তাদের ক্ষোভ প্রকাশ করেন।