২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সেভেরোদনেৎস্কের ৭০ শতাংশ রাশিয়ার দখলে

ইমামা খাতুন
  • আপডেট : ১৪ জুন ২০২২, মঙ্গলবার
  • / 55

পুবের কলম ওয়েবডেস্কঃ ­ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সেভেরোদনেৎস্ক শহরের শেষ সংযোগ সেতুটিও ধ্বংস করে দিয়েছে রুশ বাহিনী। এর ফলে ইউক্রেনের অন্যান্য অঞ্চল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সেভেরোদনেৎস্ক। লুহানস্কের গভর্নর সেরগি হাইদাই বলেন, ‘শহরের প্রায় ৭০ শতাংশ এখন রুশদের নিয়ন্ত্রণে। তিনটি সেতু ধ্বংস হয়ে যাওয়ায় শহরটি এখন যোগাযোগ বিচ্ছিন্ন। সেখানে থাকা অসামরিক লোকজন আটকে পড়েছেন।’ শেষ সেতুটিও ধ্বংস হয়ে যাওয়ায় ওই এলাকায় মানবিক সহায়তা পৌঁছানো অসম্ভব হয়ে পড়ল। ইউক্রেনের এক কর্মকর্তা বলেন, নদী পার হয়ে শহর থেকে ইউক্রেনীয়দের পালানোর আর কোনও পথ খোলা নেই। সেভেরোদনেৎস্ক রক্ষায় পশ্চিমা অস্ত্রের জন্য জরুরি ভিত্তিতে আহ্বান জানিয়ে আসছে ইউক্রেন। কিয়েভ বলছে, পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলের জন্য এবং যুদ্ধের গতিপথ নিয়ন্ত্রণে শহরটি রক্ষা করা গুরুত্বপূর্ণ। লুহানস্ক ও দোনেৎস্ক প্রদেশের সমন্বয়ে দোনবাস অঞ্চল গঠিত। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক বলেন, ইউক্রেনের ১ হাজার হাউয়িৎজার, ৫০০ ট্যাঙ্ক এবং ১ হাজার ড্রোন প্রয়োজন।

 

আরও পড়ুন: দ্বিতীয় বছরে পড়ল রুশ-ইউক্রেন যুদ্ধ শান্তি ফিরবে নাকি তৃতীয় বিশ্বযুদ্ধ?

আরও পড়ুন: রুশ-বিরোধী নিষেধাজ্ঞার ফল ভালো হবে না: সউদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সেভেরোদনেৎস্কের ৭০ শতাংশ রাশিয়ার দখলে

আপডেট : ১৪ জুন ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ­ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সেভেরোদনেৎস্ক শহরের শেষ সংযোগ সেতুটিও ধ্বংস করে দিয়েছে রুশ বাহিনী। এর ফলে ইউক্রেনের অন্যান্য অঞ্চল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সেভেরোদনেৎস্ক। লুহানস্কের গভর্নর সেরগি হাইদাই বলেন, ‘শহরের প্রায় ৭০ শতাংশ এখন রুশদের নিয়ন্ত্রণে। তিনটি সেতু ধ্বংস হয়ে যাওয়ায় শহরটি এখন যোগাযোগ বিচ্ছিন্ন। সেখানে থাকা অসামরিক লোকজন আটকে পড়েছেন।’ শেষ সেতুটিও ধ্বংস হয়ে যাওয়ায় ওই এলাকায় মানবিক সহায়তা পৌঁছানো অসম্ভব হয়ে পড়ল। ইউক্রেনের এক কর্মকর্তা বলেন, নদী পার হয়ে শহর থেকে ইউক্রেনীয়দের পালানোর আর কোনও পথ খোলা নেই। সেভেরোদনেৎস্ক রক্ষায় পশ্চিমা অস্ত্রের জন্য জরুরি ভিত্তিতে আহ্বান জানিয়ে আসছে ইউক্রেন। কিয়েভ বলছে, পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলের জন্য এবং যুদ্ধের গতিপথ নিয়ন্ত্রণে শহরটি রক্ষা করা গুরুত্বপূর্ণ। লুহানস্ক ও দোনেৎস্ক প্রদেশের সমন্বয়ে দোনবাস অঞ্চল গঠিত। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক বলেন, ইউক্রেনের ১ হাজার হাউয়িৎজার, ৫০০ ট্যাঙ্ক এবং ১ হাজার ড্রোন প্রয়োজন।

 

আরও পড়ুন: দ্বিতীয় বছরে পড়ল রুশ-ইউক্রেন যুদ্ধ শান্তি ফিরবে নাকি তৃতীয় বিশ্বযুদ্ধ?

আরও পড়ুন: রুশ-বিরোধী নিষেধাজ্ঞার ফল ভালো হবে না: সউদি