অযোধ্যায় সাধুদের নিয়ে মিছিলের অনুমতি পেলেন না যৌন নিগ্রহে অভিযুক্ত ব্রিজভূষণ সিং
ইমামা খাতুন
- আপডেট :
২ জুন ২০২৩, শুক্রবার
- / 14
পুবের কলম,ওয়েবডেস্ক: যৌন হেনস্থার অভিযোগ মাথার ওপর। দেশ জুড়ে বিক্ষোভের সমাবেশ। এ হেন পরিস্থিতিতে অযোধ্যার সাধু-সন্তদের শরণাপন্ন হয়েছিলেন যৌন নিগ্রহে অভিযুক্ত ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংহ। তাঁদের সমন্বয়ে একটি সমাবেশের কথাও ঘোষণা করেছিলেন ব্রিজ ভূষণ। এই কথা ছড়িয়ে পড়েছিল সোশ্যাল সাইটেও। শুরু হয়েছিল জোর চর্চা। কিন্তু যৌন হেনস্থার অভিযোগ ওঠা ব্রিজভূষণকে অযোধ্যায় মিছিলের অনুমতি দিল না যোগী আদিত্যনাথ প্রশাসন। আগামী ৫ জুন অযোধ্যায় সাধুদের নিয়ে এই ‘জন সচেতনতা’ র্যালি হওয়ার কথা ছিল। যদিও ব্রিজ ভূষণ এই কথা অস্বীকার করেছেন।
নিজের সমাজ মাধ্যমে ব্রিজ ভূষণ জানিয়েছেন, তিনি নিজেই এই সমাবেশ বাতিল করেছেন। যেহেতু পুলিশ কুস্তিগীরদের আনা অভিযোগের তদন্ত করছে, এবং মহামান্য শীর্ষ আদালতের বিচারাধীন। তাই শীর্ষ আদালতকে সম্মান জানিয়ে আমি এই শোভাযাত্রা কয়েকদিনের জন্য স্থগিত করলাম।
এদিন বিজেপি সাংসদ আরও বলেন,আমি দীর্ঘ ২৮ বছর ধরে লোকসভার সদস্য নির্বাচিত হয়ে আসছি। আমি সকলকে একত্রে নিয়ে চলতে ভালোবাসি। তাই বিরোধীরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমার বিরুদ্ধে এই জঘন্যতম যোগসাজশ করে দেশের বিভিন্ন প্রান্তে প্রাদেশিকতা, আঞ্চলিকতার জিগির তুলে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার চেষ্টা করছে।
যদিও রাজনৈতিক বিশেষজ্ঞরা অন্য অঙ্ক কষছে। তাঁদের পর্যবেক্ষণ অনুযায়ী, বিজেপি হাইকমান্ডের নির্দেশেই তিনি এই কাজ করেছেন। দলের কেন্দ্রীয় নেতৃত্ব ব্রিজ ভূষণকে অপ্রয়োজনীয় বক্তব্য এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন। এরপরেই সাধুদের নিয়ে এই সভা বাতিল করেছেন বিজেপি সাংসদ।
যৌন হয়রানির দায়ে অভিযুক্ত বিজেপি সাংসদের বিরুদ্ধে দেশের নানা প্রান্তে প্রতিবাদের ঝড় উঠলেও বৃহস্পতিবার ভিন্ন চিত্র দেখা গিয়েছিল রাম জন্মভূমি অযোধ্যায়। সেখানে সাধু সমাজের একাংশ মনে করে বিজেপি সাংসদ নির্দোষ। তাঁকে ইচ্ছাকৃতভাবে যৌন হয়রানির অভিযোগে জেলে পোরার চেষ্টা হচ্ছে।
এখানেই শেষ নয়। আগামী সোমবার সরযূ নদীর তীরে বিশাল সমাবেশের আয়োজন করেছে সাধু সমাজ। ব্রিজভূষণের লোকসভা কেন্দ্র কেইসরগঞ্জ অযোধ্যার লাগোয়া। রাম জন্মভূমির সঙ্গে তাঁর রাজনৈতিক যোগও দীর্ঘদিনের। রামমন্দির আন্দোলন ও বাবরি মসজিদ ধ্বংসে মুখ্য করসেবকদের একজন বিজেপি সাংসদ ও যৌন নিগ্রহে অভিযুক্ত ব্রিজভূষণ। অযোধ্যায় সাধু সমাজকে নিয়মিত দানধ্যান করে থাকেন তিনি।