০৩ জানুয়ারী ২০২৬, শনিবার, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শবনিম ইসমাইলের হ্যাটট্রিকে ছারখার ফিনিক্স

পুবের কলম প্রতিবেদক: শেষ বলে বার্মিংহাম ফিনিক্সের প্রয়োজন ছিল রান। হাতে ছিল উইকেট। এমন পরিস্থিতিতে একার হাতে পুরো ম্যাচের ভাগ্য বদলে দিলেন শবনিম ইসমাইল। শেষ বলে তিনটি উইকেট নিয়ে দ্য হানড্রেডে মেয়েদের প্রতিযোগিতায় প্রতিপক্ষ বার্মিহাম ফিনিক্সকে উড়িয়ে দিয়ে ওয়েলস ফায়ারকে অবিশ্বাস্য এক জয় এনে দিলেন দক্ষিণ আফ্রিকান এই মহিলা প্লেয়ারটি। ইংল্যান্ডের ঘরোয়া এই টুর্নামেন্টে মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করেছেন শবনিম।

১৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছিল বার্মিহাম ফিনিক্স। সোফি ডিভাইনের ১৯ বলে ২৯ রানের পর টেস ফ্লিনটফ অ্যামি জোন্সের ৬৭ বলে ৯৩ রানের জুটিতে প্রায় নিশ্চিত জয়ের পথেই এগোচ্ছিল তারা। এমন পরিস্থিতিতে শেষ বলে বার্মিংহামের জয়ের জন্য প্রয়োজন ছিল রান। শাবনিমের ওভারের দ্বিতীয় বলে জোন্স সিঙ্গেল নেওয়ার পর তৃতীয় বলে চার মারেন ফ্লিনটফ। এতে শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল রান। শেষ ওভারের শবনিমের তৃতীয় বলেই বোল্ড করেন ফ্লিনটফকে। শবনিমের পরের বলেই শর্ট থার্ডম্যানে ক্যাচ দেন এরিন বার্নস। শেষ বলে গিয়ে ম্যাচ ঘুরে যায় ওয়েলশের দিকে। হ্যাটট্রিক বলে জায়গা বানিয়ে খেলতে গিয়ে মিস করে যান ইসি ওং। তিনি বোল্ড আউট হন। প্রোটিয়াস পেসার শবনিমের বোলিং আগুনে পুড়ে তাতে ছারখার হয় ফিনিক্স। আর এসে অবিশ্বাস্য এক জয় পায় ওয়েলস ফায়ার।

সর্বধিক পাঠিত

দেশীয় বাজারে এখনও ২.৮৩ কোটি ২০০০ টাকার নোট, জানাল আরবিআই

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শবনিম ইসমাইলের হ্যাটট্রিকে ছারখার ফিনিক্স

আপডেট : ১২ অগাস্ট ২০২৩, শনিবার

পুবের কলম প্রতিবেদক: শেষ বলে বার্মিংহাম ফিনিক্সের প্রয়োজন ছিল রান। হাতে ছিল উইকেট। এমন পরিস্থিতিতে একার হাতে পুরো ম্যাচের ভাগ্য বদলে দিলেন শবনিম ইসমাইল। শেষ বলে তিনটি উইকেট নিয়ে দ্য হানড্রেডে মেয়েদের প্রতিযোগিতায় প্রতিপক্ষ বার্মিহাম ফিনিক্সকে উড়িয়ে দিয়ে ওয়েলস ফায়ারকে অবিশ্বাস্য এক জয় এনে দিলেন দক্ষিণ আফ্রিকান এই মহিলা প্লেয়ারটি। ইংল্যান্ডের ঘরোয়া এই টুর্নামেন্টে মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করেছেন শবনিম।

১৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছিল বার্মিহাম ফিনিক্স। সোফি ডিভাইনের ১৯ বলে ২৯ রানের পর টেস ফ্লিনটফ অ্যামি জোন্সের ৬৭ বলে ৯৩ রানের জুটিতে প্রায় নিশ্চিত জয়ের পথেই এগোচ্ছিল তারা। এমন পরিস্থিতিতে শেষ বলে বার্মিংহামের জয়ের জন্য প্রয়োজন ছিল রান। শাবনিমের ওভারের দ্বিতীয় বলে জোন্স সিঙ্গেল নেওয়ার পর তৃতীয় বলে চার মারেন ফ্লিনটফ। এতে শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল রান। শেষ ওভারের শবনিমের তৃতীয় বলেই বোল্ড করেন ফ্লিনটফকে। শবনিমের পরের বলেই শর্ট থার্ডম্যানে ক্যাচ দেন এরিন বার্নস। শেষ বলে গিয়ে ম্যাচ ঘুরে যায় ওয়েলশের দিকে। হ্যাটট্রিক বলে জায়গা বানিয়ে খেলতে গিয়ে মিস করে যান ইসি ওং। তিনি বোল্ড আউট হন। প্রোটিয়াস পেসার শবনিমের বোলিং আগুনে পুড়ে তাতে ছারখার হয় ফিনিক্স। আর এসে অবিশ্বাস্য এক জয় পায় ওয়েলস ফায়ার।