দুর্গা মন্ডপে বৈদ্যুতিক শর্ট সার্কিট : আগুনে ঝলসে মৃত্যু কমপক্ষে ৫ জনের, আহত আরও অনেক, দেখুন সেই ভাইরাল ভিডিও

- আপডেট : ৩ অক্টোবর ২০২২, সোমবার
- / 10
পুবের কলম ওয়েব ডেস্ক: মহাসপ্তমীর রাতেই মর্মান্তিক দুর্ঘটনা। পুড়ে ছাই হয়ে গেল দুর্গামণ্ডপ। উত্তর প্রদেশের ভাদোহিতে একটি দুর্গাপুজোর মণ্ডপে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪০ থেকে ৫০ জন। এবং নিহত হয়েছেন আরও বেশ কয়েক জন।
দীর্ঘ দুই বছর করোনা অতিমারির জন্য মানুষ দুর্গাপুজোয় আনন্দ করতে পারেনি ঠিকমতো। দীর্ঘ দুই বছর পর ফের লক্ষ্য করা যাচ্ছে সেই পুরনো দৃশ্য। তবে শুধু বাংলা নয়। পশ্চিমবঙ্গের গণ্ডি পেরিয়ে দেশ, বিদেশের মানুষরাও মেতে ওঠেন এই উৎসবকে ঘিরে। বাংলার বাইরে বহু রাজ্যে মণ্ডপ করে প্রতিমা পুজো হয়। কুমোরটুলি থেকে দুর্গা প্রতিমা যায় বিদেশের মাটিতেও। তবে এই আনন্দ উৎসবের মাঝেই উঠে এল দুঃখের খবর।
https://twitter.com/AhmedKhabeer_/status/1576730959164346369?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1576730959164346369%7Ctwgr%5E8af457d28dd0147fc836272017215ba362672e9f%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fd-5668549271180782103.ampproject.net%2F2209142312000%2Fframe.html
জেলাশাসক গৌরাঙ্গ রাঠি সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এই ঘটনা প্রসঙ্গে বলেন, ‘আওরাই থানার অন্তর্গত একটি দুর্গাপুজো মণ্ডপে আগুন লেগে আহত হয়েছে অনেকে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’ পরে আহত ও নিহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলেই জানা যাচ্ছে।
জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের সময় মণ্ডপে প্রায় ৩০০ জন উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে। আগুন লাগার পর মুহূর্তে মণ্ডপের কাপড়ে লেগে তা ছড়িয়ে পড়ে। পরে মণ্ডপের বাঁশে সেই আগুন লেগে যায়। এই অগ্নিকাণ্ডের পর মণ্ডপে হুড়োহুড়ি লেগে যায়। বিশৃঙ্খলা দেখা দেয়। বহু দূর থেকে মণ্ডপের আগুনের লেলিহান শিখা নজরে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। তবে উদ্ধারকাজ শুরুর আগেই মণ্ডপের ভিতরে থাকা বেশ কয়েকজন আগুনে পুড়ে গিয়ে গুরুতর আহত হয়। আর ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়।