ভারতীয় বোলিং নিয়ে ক্ষুব্ধ শামি
- আপডেট : ২৭ জুন ২০২৫, শুক্রবার
- / 222
পুবের কলম ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেট দলে তাঁর সুযোগ হয়নি। ফিট থাকা সত্ত্বেও জাতীয় নির্বাচকরা মুহাম্মদ শামিকে টেস্ট দলের জন্য ভাবেননি। আর শামির অনুপস্থিতিতে ইংল্যান্ডের মাটিতে মূল বোলার হিসেবে বড় একা হয়ে গিয়েছেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। তিনি উইকেট পেলে ভারত বিপক্ষকে দাবিয়ে রাখতে পারে, আর তিনি ফেল করলে দলের অবস্থাও খারাপ হয়ে যায়।
লিডসে প্রথম টেস্টে বুমরাহ প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন। ভারতের রান পের হতে পারেননি ব্রিটিশ ব্যাটাররা। কিন্তু দ্বিতীয় ইনিংসে তিনি উইকেট পাননি। ড্যাং ড্যাং করতে করতে ব্যাট করে গেলেন ইংরেজরা। প্রসিদ্ধ কৃষ্ণা, শার্দূল ঠাকুররা উইকেট পেলেও সেভাবে কাজে এলেন না। আর এতেই বেশ রেগে গিয়েছেন ভারতীয় পেসার মুহাম্মদ শামি। একে তো তাঁকে দলে না নেওয়া নিয়ে ভিতরে ভিতরে তাঁর একটা অভিমান জমেছে। উলটে ভারত হেরে যাওয়ায় তিনি আরও ক্ষুব্ধ।
ইংল্যান্ডে ভারত যেভাবে বল করছে, তাতে মোটেও খুশি নন শামি। তিনি বলছেন, ‘প্রসিদ্ধ কৃষ্ণা, শার্দূলরা দ্বিতীয় ইনিংসে উইকেট পেয়েছে ঠিকই। কিন্তু যদি তা জয়ের কাজে না আসে, তাহলে লাভটা কি? আসলে একটা দুটো উইকেট পেলেই সব দায়িত্ব শেষ হয়ে যায় না। আরও কিছু দায়িত্ব পালন করতে হয়।’ জসপ্রীত বুমরাহর বোলিং নিয়ে শামির কোনও অভিযোগ নেই। বরং তিনি বুমরাহর বোলিংয়ের প্রশংসা করে জানিয়েছেন, ‘বুমরাহ যেভাবে বোলিং করেছে, সেটা ভারতকে লড়াইয়ে এনেছে। কিন্তু সবসময় একজনের ঘাড়ে দায়িত্ব দিলে তা হয় না। বুমরাহও মানুষ। তার ওপর চোট থেকে উঠে খেলতে গিয়েছে। কাজেই কোনও কারণে বুমরাহ ব্যর্থ হলে সমস্যা তৈরি হওয়ারই কথা।’
শামির লক্ষ্য যে ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাতে কোনও সন্দেহ নেই। বলছেন, ‘বুমরাহর অবর্তমানে প্রসিধ কৃষ্ণা, শার্দূলদের বাড়তি দায়িত্ব নিতে হবে।’ মুহাম্মদ সিরাজকেও সেভাবে দেখতে পাওয়া যায়নি এই টেস্টে। শামি বলছেন, ‘বুমরাহ যখন ব্যর্থ হচ্ছেন, তখন বাকি বোলারদের উচিত তাঁর সঙ্গে আলোচনা করা। সঠিক দিশায় বোলিং করাটা জরুরি। প্রথম ম্যাচটা দেখার পর আমার মনে হয়েছে, ভারতীয় বোলিংকে আরও মাজাঘষা করা দরকার। আরও ধারালো করা প্রয়োজন।’
পাশাপাশি ইংল্যান্ডের জয়ের পিছনে কারণ হিসেবে বলতে গিয়ে শামি বলেন, ‘আমরা অযথা ওদের বেশি রান দিয়ে ফেলেছি। ফিল্ডিংও আমাদের ঠিক হয়নি।’ পাশাপাশি নতুন বলে উইকেট নেওয়ার যে প্রবণতা থাকা দরকার, সেটার দিকেও জোর দিলেন শামি। বলছেন, ‘নতুন বলে ঠিক দিশায় বোলিং করা প্রয়োজন। আমাদের বোলারদের সেটা মাথায় রাখা দরকার।’ দ্বিতীয় টেস্ট এজবাস্টনে। সেই টেস্টে বুমরাহকে দেখা নাও যেতে পারে। যা নিয়ে শঙ্কিত শামি। কারণ তিনি নতুন বোলারদের ওপর ততটা ভরসা রাখতে পারছেন না।






























