২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

করোনা অতিমারির সময়ে নিজের মদের কারখানা বন্ধ রেখে স্যানিটাইজার তৈরি করতেন শেন ওয়ার্ন

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১০ মার্চ ২০২২, বৃহস্পতিবার
  • / 36

পুবের কলম, ওয়েবডেস্কঃ বোহেমিয়ানিজম ছিল স্পিনের জাদুকর শেন ওয়ার্নের চরিত্রের মূল বৈশিষ্ট্য।  কিন্তু বল হাতে তিনি যখন মাঠে নামতেন, তাকে সামলাতে ভীতসন্ত্রস্ত থাকতেন উল্টোদিকের ব্যাটসম্যানরা। সেই অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন ব্যক্তিগত জীবনে ছিলেন ভীষণ মিশুকে প্রকৃতির। তবে বারবারই তিনি বেশ কিছু কারণে সমালোচিতও হয়েছেন।

বিশেষ করে তার অতিরিক্ত মদ্যপান ও মহিলা সঙ্গ তাকে ক্রিকেট দুনিয়ায় বারবার বিতর্কিত করে তুলেছে। অস্ট্রেলিয়ার অন্যতম ক্রিকেট শহর পার্থ এ একটি ওয়াইন শপ বানিয়েছিলেন শেন ওয়ার্ন। সেই ওয়াইন শপ এর নাম দিয়েছিলেন সেভেন জিরো এইট।

আরও পড়ুন: ১৪ বছর পর ফের আইপিএল ফাইনালে রাজস্থান, শেন ওয়ার্ন কে মনে করছে গোটা টিম

কড়া পানীয় প্রস্তুতকারক এই সংস্থার নাম শেন ওয়ার্ন এমনটা রেখেছিলেন কারণ টেস্ট ক্রিকেটে তিনি ৭০৮ টি উইকেট সংগ্রহ করেছিলেন। আর সেটাকে স্মরণীয় করে রাখতেই তার মদ প্রস্তুতকারক সংস্থার এমন একটি নাম। অনেকেই এটিকে খুব একটা সুনজরে দেখেন নি।

আরও পড়ুন: “রেস্ট ইন পিস মেট’’ মৃত্যু নিয়েই শেষ ট্যুইট করেছিলেন শেন ওয়ার্ন

কিন্তু শেন ওয়ার্ন এমন এক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন যার জন্য তিনি প্রশংসিত হয়েছিলেন। ২০২০ সালে যখন বিশ্বজুড়ে মহামারি করোনা তুমুল গতিতে ব্যাটিং করছে সেই সময় শেন ওয়ার্ন তার মদ প্রস্তুত কারখানাকে গড়ে তুলেছিলেন স্যানিটাইজার তৈরির সংস্থা হিসেবে।

মদ তৈরির বদলে ৭০ শতাংশ অ্যালকোহল দিয়ে এখানে সেই সময়ে তৈরি হতো স্যানিটাইজার যা অস্ট্রেলিয়া সহ অন্যান্য বিভিন্ন জায়গার হাসপাতাল এবং চিকিৎসাকেন্দ্র ও ওষুধের দোকানে পাঠানো হতো। শেন ওয়ার্ন সেইসময় মন্তব্য করেছিলেন, ভালো লাগছে এটা দেখে যে সেভেন জিরো এইট মদের বদলে স্যানিটাইজার তৈরি করছে। এমন একটা চরম সময়ে মানুষের উপকারে আসার থেকে বড় আর কি হতে পারে?’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

করোনা অতিমারির সময়ে নিজের মদের কারখানা বন্ধ রেখে স্যানিটাইজার তৈরি করতেন শেন ওয়ার্ন

আপডেট : ১০ মার্চ ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ বোহেমিয়ানিজম ছিল স্পিনের জাদুকর শেন ওয়ার্নের চরিত্রের মূল বৈশিষ্ট্য।  কিন্তু বল হাতে তিনি যখন মাঠে নামতেন, তাকে সামলাতে ভীতসন্ত্রস্ত থাকতেন উল্টোদিকের ব্যাটসম্যানরা। সেই অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন ব্যক্তিগত জীবনে ছিলেন ভীষণ মিশুকে প্রকৃতির। তবে বারবারই তিনি বেশ কিছু কারণে সমালোচিতও হয়েছেন।

বিশেষ করে তার অতিরিক্ত মদ্যপান ও মহিলা সঙ্গ তাকে ক্রিকেট দুনিয়ায় বারবার বিতর্কিত করে তুলেছে। অস্ট্রেলিয়ার অন্যতম ক্রিকেট শহর পার্থ এ একটি ওয়াইন শপ বানিয়েছিলেন শেন ওয়ার্ন। সেই ওয়াইন শপ এর নাম দিয়েছিলেন সেভেন জিরো এইট।

আরও পড়ুন: ১৪ বছর পর ফের আইপিএল ফাইনালে রাজস্থান, শেন ওয়ার্ন কে মনে করছে গোটা টিম

কড়া পানীয় প্রস্তুতকারক এই সংস্থার নাম শেন ওয়ার্ন এমনটা রেখেছিলেন কারণ টেস্ট ক্রিকেটে তিনি ৭০৮ টি উইকেট সংগ্রহ করেছিলেন। আর সেটাকে স্মরণীয় করে রাখতেই তার মদ প্রস্তুতকারক সংস্থার এমন একটি নাম। অনেকেই এটিকে খুব একটা সুনজরে দেখেন নি।

আরও পড়ুন: “রেস্ট ইন পিস মেট’’ মৃত্যু নিয়েই শেষ ট্যুইট করেছিলেন শেন ওয়ার্ন

কিন্তু শেন ওয়ার্ন এমন এক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন যার জন্য তিনি প্রশংসিত হয়েছিলেন। ২০২০ সালে যখন বিশ্বজুড়ে মহামারি করোনা তুমুল গতিতে ব্যাটিং করছে সেই সময় শেন ওয়ার্ন তার মদ প্রস্তুত কারখানাকে গড়ে তুলেছিলেন স্যানিটাইজার তৈরির সংস্থা হিসেবে।

মদ তৈরির বদলে ৭০ শতাংশ অ্যালকোহল দিয়ে এখানে সেই সময়ে তৈরি হতো স্যানিটাইজার যা অস্ট্রেলিয়া সহ অন্যান্য বিভিন্ন জায়গার হাসপাতাল এবং চিকিৎসাকেন্দ্র ও ওষুধের দোকানে পাঠানো হতো। শেন ওয়ার্ন সেইসময় মন্তব্য করেছিলেন, ভালো লাগছে এটা দেখে যে সেভেন জিরো এইট মদের বদলে স্যানিটাইজার তৈরি করছে। এমন একটা চরম সময়ে মানুষের উপকারে আসার থেকে বড় আর কি হতে পারে?’