০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ওয়াসিম রিজভিকে গ্রেফতারের দাবি

মিতা রয়
  • আপডেট : ১১ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 8

পুবের কলম ডেস্ক : অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল বোর্ড শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের সদস্য ওয়াসিম রিজভিকে ধর্ম অবমাননা, শান্তি ও আইনশৃঙ্খলা ব্যাহত করার জন্য গ্রেফতারের দাবি জানিয়েছে। বোর্ড রিজভির বক্তৃতা, লেখালেখি এবং কুরআন ও নবী মুহাম্মদ সা.-এর বিরুদ্ধে অসম্মানজনক কর্মকাণ্ড নিষিদ্ধ করারও দাবি জানিয়েছে। এতে রিজভির ওয়াকফ বোর্ডের সদস্যপদ বাতিলের দাবিও জানানো হয়৷ এআইএসপিএলবি-র মুখপাত্র বলেছেন, ইউপি সরকার রিজভির বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে তাকে সমর্থন করছে। ইসলাম ও নবীকে অবমাননাকারী সালমান রুশদি এবং তসলিমা নাসরিন সম্পর্কে রিজভির মতামত অসম্মানজনক বলে অভিযোগ করেন তারা।

এআইএসপিএলবি সভাপতি মাওলানা সৈয়দ সাইম মেহেদি সারাদেশের সকল সদস্যকে রিজভির বিরুদ্ধে ১৬ নভেম্বর তাদের জেলায় বিক্ষোভ করার জন্য আবেদন করেছেন। মাওলানা সাইম বলেন, রিজভি রাষ্ট্র ও দেশের শান্তি বিঘ্নিত করছে, তবু সরকার নীরব কেন? সরকার ছোটখাটো আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে লোকেদের গ্রেফতার করে, কিন্তু রিজভির বিরুদ্ধে বেশ কয়েকটি এফআইআর দায়ের করা হলেও তিনি বহাল তবিয়তে আছেন। সরকার যদি নীরবতা পালন করে, তাহলে পরবর্তীতে যা ঘটবে তার জন্য সরকার দায়ী থাকবে৷ বোর্ডের সদস্য মাওলানা জহির ইফতেখারি বলেন, সরকার রিজভির বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না৷  কারণ তিনি সাম্প্রদায়িক শক্তির মদদপুষ্ট। যেহেতু ইউপি নির্বাচন ঘনিয়ে এসেছে, তাই বিভেদ সৃষ্টির সব সম্ভাবনা মজুদ রাখা হচ্ছে।

প্রতিবেদক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওয়াসিম রিজভিকে গ্রেফতারের দাবি

আপডেট : ১১ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম ডেস্ক : অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল বোর্ড শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের সদস্য ওয়াসিম রিজভিকে ধর্ম অবমাননা, শান্তি ও আইনশৃঙ্খলা ব্যাহত করার জন্য গ্রেফতারের দাবি জানিয়েছে। বোর্ড রিজভির বক্তৃতা, লেখালেখি এবং কুরআন ও নবী মুহাম্মদ সা.-এর বিরুদ্ধে অসম্মানজনক কর্মকাণ্ড নিষিদ্ধ করারও দাবি জানিয়েছে। এতে রিজভির ওয়াকফ বোর্ডের সদস্যপদ বাতিলের দাবিও জানানো হয়৷ এআইএসপিএলবি-র মুখপাত্র বলেছেন, ইউপি সরকার রিজভির বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে তাকে সমর্থন করছে। ইসলাম ও নবীকে অবমাননাকারী সালমান রুশদি এবং তসলিমা নাসরিন সম্পর্কে রিজভির মতামত অসম্মানজনক বলে অভিযোগ করেন তারা।

এআইএসপিএলবি সভাপতি মাওলানা সৈয়দ সাইম মেহেদি সারাদেশের সকল সদস্যকে রিজভির বিরুদ্ধে ১৬ নভেম্বর তাদের জেলায় বিক্ষোভ করার জন্য আবেদন করেছেন। মাওলানা সাইম বলেন, রিজভি রাষ্ট্র ও দেশের শান্তি বিঘ্নিত করছে, তবু সরকার নীরব কেন? সরকার ছোটখাটো আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে লোকেদের গ্রেফতার করে, কিন্তু রিজভির বিরুদ্ধে বেশ কয়েকটি এফআইআর দায়ের করা হলেও তিনি বহাল তবিয়তে আছেন। সরকার যদি নীরবতা পালন করে, তাহলে পরবর্তীতে যা ঘটবে তার জন্য সরকার দায়ী থাকবে৷ বোর্ডের সদস্য মাওলানা জহির ইফতেখারি বলেন, সরকার রিজভির বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না৷  কারণ তিনি সাম্প্রদায়িক শক্তির মদদপুষ্ট। যেহেতু ইউপি নির্বাচন ঘনিয়ে এসেছে, তাই বিভেদ সৃষ্টির সব সম্ভাবনা মজুদ রাখা হচ্ছে।