ইইউ পুরস্কারের জন্য মনোনীত শিরীন আবু
- আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, শনিবার
- / 9
পুবের কলম ওয়েবডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ মানবাধিকার বিষয়ক পুরস্কার শাখারভ প্রাইজের জন্য মনোনীত হয়েছেন ইসরাইলি সেনার গুলিতে নিহত ফিলিস্তিনি সাংবাদিক শিরীন আবু আকলেহ। সম্প্রতি ইউরোপীয় পার্লামেন্টের কয়েক ডজন সদস্য সম্মানজনক এই পুরস্কারের জন্য তার নাম মনোনীত করেছেন। ১৬ সেপ্টেম্বর ইইউ’র ৪৩ জন আইনপ্রণেতা এক বিবৃতি প্রকাশ করেন। এতে লেখা ছিল, ‘শিরীন আবু আকলেহ আরব বিশ্বের শীর্ষস্থানীয় সাংবাদিকদের একজন ছিলেন। তিনি মত প্রকাশের স্বাধীনতায় দৃঢ় বিশ্বাসী ছিলেন। জনগণের কাছাকাছি থাকার জন্য সাংবাদিকতা বেছে নিয়েছিলেন তিনি।’ শিরীন আবু আকলেহ শাখারভ পুরস্কার পেলে তা ফিলিস্তিনিদের জন্য সম্মানের বলে ধরে নেওয়া যায়। এর আগে কোনও ফিলিস্তিনি এই পুরস্কার অর্জন করতে পারেননি। চলতি বছরের শেষে পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা হবে। নিহত এই সাংবাদিকের ভাইয়ের মেয়ে লিনা আবু আকলেহ ট্যুইটারে ইইউ এমপিদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি লেখেন, ‘সকল আইনপ্রণেতা যারা এই সম্মানসূচক পুরস্কারের জন্য শিরীন আবু আকলেহকে মনোনয়ন দিয়েছেন তাদের ধন্যবাদ।’ উল্লেখ্য, মে মাসে ফিলিস্তিনের পশ্চিম তীরে একটি অভিযান কভার করার সময় ইহুদি সেনা আল জাজিরার সাংবাদিক শিরীনের মাথায় গুলি করে। সে সময় শিরীন ‘প্রেস’ লেখা একটি জ্যাকেটও পরেছিলেন, তার মাথায় হেলমেটও ছিল। হাসপাতালে ভর্তি হয়ে মারা যান সাংবাদিক। এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছিল ইইউ।