পকেট পিস্তল বের করে সটান তরুণীকে গুলি, চলন্ত গাড়ির সামনে লাফ দিয়ে আত্মহত্যা তরুণের! ভাইরাল সেই হাড়হিম করা ভিডিও

- আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার
- / 16
পুবের কলম, ওয়েবডেস্ক: প্রেমের সম্পর্কের পরিণতি এত কদর্য, নৃশংস হতে পারে! মহারাষ্ট্রের হাড়হিম করা ঘটনায় স্তম্ভিত সাধারণ মানুষ।
দিনদুপুরে ব্যস্ত রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন মানুষজন। কিন্তু হঠাৎ গুলির শব্দ। হুমড়ি খেয়ে রাস্তায় পড়ে গেল এক তরুণী। আর সেই তরুণীর সঙ্গে থাকা যুবকটির হাতে পিস্তল। রক্তে ভেসে যাচ্ছে তরুণীর শরীর। হঠাৎ এই ধরনের ঘটনায় হতভম্ব মানুষ। আর যুবকটি ততক্ষণে তরুণীর ওপরে গুলি চালিয়ে নিজের মাথায় গুলি চালানোর চেষ্টা করছে। কিন্তু দুবার চেষ্টার পরেও ব্যর্থ হতেই, সে আর দেরি করেনি। সামনে থাকা একটি
সিআইএসএফ-এর একটি গাড়ির সামনে গিয়ে ঝাঁপিয়ে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তার। গুলিবিদ্ধ তরুণীরও মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই।
মহারাষ্ট্রের বোয়সারের ঘটনা। পুলিশ সূত্রে খবর মৃত তরুণ-তরুণী দুজনে প্রণয়ের সম্পর্কে জড়িত ছিলেন। দিবালোকে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পুরো ঘটনাটি সিসি ক্যামেরার মাধ্যমে ধরা পড়েছে। তার পরেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। মৃত তরুণ ও তরুণীর নাম শ্রীকৃষ্ণ যাদব ও নেহা মাহাতো। অভিযুক্ত শ্রীকৃষ্ণ যাদব এবং তার বান্ধবী নেহা মাহাতোর বোয়সারের সারাভালি গ্রামে টিমা হাসপাতালের কাছে কোনও কারণে দুজনের মধ্যে বাদানুবাদ শুরু হয়।
সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী নেহা একটু সামনের দিকে এগিয়ে যেতেই শ্রীকৃষ্ণ তার পকেট থেকে পিস্তল বের করে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে নেহার মাথার পিছনে গুলি করে। এর পরে মাটিতে লুটিয়ে পড়েন নেহা। এর পরেই প্রথমে নিজের মাথায় রেখে গুলি চালানোর চেষ্টা করে শ্রীকৃষ্ণ। ভিড়ের মধ্যে সে পিস্তল নিয়ে পালিয়ে যায়। তার পরেই শ্রীকৃষ্ণ একটি সিআইএসএফ-এর গাড়ির সামনে গিয়ে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
পুলিশ জানিয়েছে, মহারাষ্ট্রের পালঘর জেলায় একটি মর্মান্তিক হত্যা-আত্মহত্যার ঘটনায় একজন ব্যক্তি বুধবার একটি গাড়ির সামনে লাফ দেওয়ার আগে ২১ বছর বয়সী এক মহিলাকে গুলি করে হত্যা করেছে। বোইসার থানার বর্ষীয়ান পুলিশ সুরেশ কদম জানিয়েছেন, প্রাথমিকভাবে পুলিশের অনুমান ২৬ বছর বয়সী শ্রীকৃষ্ণ যাদব ও ২১ বছর বয়সী নেহা মাহাতোর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। মহারাষ্ট্রের বোইসারের মতো ব্যস্ত রাস্তায় নেহা মাহাতোর মাথায় পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি চালিয়ে পরে খুন করে পরে নিজে সিআইএসএফ-গাড়ির সামনে এসে পড়ে। দুজনের মৃত্যু হয়েছে। পুলিশের কাছে সিসি ক্যামেরার ফুটেজ এসেছে।
তথ্য অনুযায়ী শ্রীকৃষ্ণ যাদব উত্তরপ্রদেশ ও নেহা দুজনে বিহারের বাসিন্দা ছিলেন। তবে দুজনেই কয়েকবছর ধরে এই রাজ্যে বসবাস করতেন। যুবকের দেহ সরকারি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ৩০২ (খুন) এবং অস্ত্র আইনের অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।