২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ওয়াশিংটনে চলল গুলি, হতাহত ৬

ইমামা খাতুন
  • আপডেট : ২ অগাস্ট ২০২২, মঙ্গলবার
  • / 43

পুবের কলম ওয়েবডেস্কঃ মার্কিন মুলুকে আবারও বন্দুক হামলা। সোমবার রাতে ক্যাপিটল হিলের নিকটে উত্তর-পূর্ব ওয়াশিংটনের ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। মেট্রোপলিটন পুলিশ বিভাগের প্রধান রবার্ট জে. কন্টি বলেছেন, আজিজ বেটস অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাইরে রাত সাড়ে ৮টার দিকে গোলাগুলির খবর পাওয়া গেলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

 

আরও পড়ুন: শোক কাটেনি মর্মান্তিক বিমান দুর্ঘটনার, ডিজে পার্টিতে এয়ার ইন্ডিয়ার কর্তাদের উদ্দাম নাচ

সেখান থেকে আহত ৫জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। কন্টি আরও বলেন, গোলাগুলির কারণ এখনও জানা জায়নি, তদন্ত চলছে। পুলিশ এই ঘটনায় হতাহতের পরিচয় প্রকাশ করেনি। এখনও পর্যন্ত হামলাকারীকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

আরও পড়ুন: ওয়াশিংটনে ইসরাইলি কূটনীতিক হত্যাকান্ড, তীব্র নিন্দা ভারতের, দোষীদের শাস্তির দাবি

 

আরও পড়ুন: ওয়াশিংটনে আত্মঘাতী ভারতীয় উদ্যোগপতি, স্ত্রী-পুত্রকে খুন করে আত্মহত্যা অনুমান গোয়েন্দাদের

এক মহিলা প্রত্যক্ষদর্শী জানান, ১৫টি গুলির আওয়াজ শুনেছেন তিনি। উল্লেখ্য, আমেরিকায় একের পর এক বন্দুক হানায় সাধারণ মানুষের প্রাণহানির ঘটনা নিয়ে উদ্বিগ্ন সরকার। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, মানুষকে বাঁচাতে দেশের অস্ত্র কেনাবেচার ওপর নিষেধাজ্ঞা জারি করার প্রয়োজনীয়তা রয়েছে অথবা সেই অস্ত্র কেনার বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করা প্রয়োজন। এ নিয়ে মার্কিন সংসদের নিম্নকক্ষে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিল পাস হয়েছে যা ভবিষ্যতে আইনে পরিণত হতে পারে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওয়াশিংটনে চলল গুলি, হতাহত ৬

আপডেট : ২ অগাস্ট ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ মার্কিন মুলুকে আবারও বন্দুক হামলা। সোমবার রাতে ক্যাপিটল হিলের নিকটে উত্তর-পূর্ব ওয়াশিংটনের ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। মেট্রোপলিটন পুলিশ বিভাগের প্রধান রবার্ট জে. কন্টি বলেছেন, আজিজ বেটস অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাইরে রাত সাড়ে ৮টার দিকে গোলাগুলির খবর পাওয়া গেলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

 

আরও পড়ুন: শোক কাটেনি মর্মান্তিক বিমান দুর্ঘটনার, ডিজে পার্টিতে এয়ার ইন্ডিয়ার কর্তাদের উদ্দাম নাচ

সেখান থেকে আহত ৫জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। কন্টি আরও বলেন, গোলাগুলির কারণ এখনও জানা জায়নি, তদন্ত চলছে। পুলিশ এই ঘটনায় হতাহতের পরিচয় প্রকাশ করেনি। এখনও পর্যন্ত হামলাকারীকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

আরও পড়ুন: ওয়াশিংটনে ইসরাইলি কূটনীতিক হত্যাকান্ড, তীব্র নিন্দা ভারতের, দোষীদের শাস্তির দাবি

 

আরও পড়ুন: ওয়াশিংটনে আত্মঘাতী ভারতীয় উদ্যোগপতি, স্ত্রী-পুত্রকে খুন করে আত্মহত্যা অনুমান গোয়েন্দাদের

এক মহিলা প্রত্যক্ষদর্শী জানান, ১৫টি গুলির আওয়াজ শুনেছেন তিনি। উল্লেখ্য, আমেরিকায় একের পর এক বন্দুক হানায় সাধারণ মানুষের প্রাণহানির ঘটনা নিয়ে উদ্বিগ্ন সরকার। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, মানুষকে বাঁচাতে দেশের অস্ত্র কেনাবেচার ওপর নিষেধাজ্ঞা জারি করার প্রয়োজনীয়তা রয়েছে অথবা সেই অস্ত্র কেনার বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করা প্রয়োজন। এ নিয়ে মার্কিন সংসদের নিম্নকক্ষে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিল পাস হয়েছে যা ভবিষ্যতে আইনে পরিণত হতে পারে।