২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ঝুলন গোস্বামীর বায়োপিকের শুটিং, অনুষ্কাকে দেখতে আন্দুলে ভক্তদের ঢল

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২২ অক্টোবর ২০২২, শনিবার
  • / 27

 

 

আরও পড়ুন: তুমি তো পদ আঁকড়ে থাকার মানুষ নও” পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় বিরাটকে বার্তা অনুষ্কার

আইভি আদক, হাওড়া: বলিউড অভিনেত্রী তথা বিরাট পত্নী অনুষ্কা শর্মার হাওড়ার আন্দুলে শুটিং দেখতে আন্দুল স্টেশন সহ রাজবাড়ী মাঠে সিনেমাপ্রেমী প্রচুর মানুষের সমাগম দেখা যায়। আন্দুল স্টেশনের ধারে অনুষ্কা শর্মা বেশ কিছুক্ষণ সিনেমার শুটিং করার পর আন্দুল রাজবাড়ি মাঠে এসে শুটিং করেন। মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক তৈরি করা হচ্ছে যেখানে তিনি ঝুলন গোস্বামীর ভূমিকায় রয়েছেন। আন্দুল রাজবাড়ি মাঠে ক্রিকেট খেলতে তাকে দেখা যায়। হাতে ব্যাট নিয়ে রীতিমতো রাজকীয় মেজাজে ব্যাটিং করেন তিনি। তাকে দেখতে আন্দুল এলাকার বহু সংখ্যায় মানুষ ভিড় করেন পুলিশ প্রশাসনের তরফ থেকে করা নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। অনুষ্কা শর্মাকে এক ঝলক দেখার জন্য আন্দুল রাজবাড়ী মাঠের ধারে ও বিভিন্ন বাড়ি ছাতে বহু মানুষকে দেখা যায়।

আরও পড়ুন: বিরাট -অনুষ্কার প্রতিবেশী হচ্ছেন নব দম্পতি ভি- ক্যাট

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঝুলন গোস্বামীর বায়োপিকের শুটিং, অনুষ্কাকে দেখতে আন্দুলে ভক্তদের ঢল

আপডেট : ২২ অক্টোবর ২০২২, শনিবার

 

 

আরও পড়ুন: তুমি তো পদ আঁকড়ে থাকার মানুষ নও” পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় বিরাটকে বার্তা অনুষ্কার

আইভি আদক, হাওড়া: বলিউড অভিনেত্রী তথা বিরাট পত্নী অনুষ্কা শর্মার হাওড়ার আন্দুলে শুটিং দেখতে আন্দুল স্টেশন সহ রাজবাড়ী মাঠে সিনেমাপ্রেমী প্রচুর মানুষের সমাগম দেখা যায়। আন্দুল স্টেশনের ধারে অনুষ্কা শর্মা বেশ কিছুক্ষণ সিনেমার শুটিং করার পর আন্দুল রাজবাড়ি মাঠে এসে শুটিং করেন। মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক তৈরি করা হচ্ছে যেখানে তিনি ঝুলন গোস্বামীর ভূমিকায় রয়েছেন। আন্দুল রাজবাড়ি মাঠে ক্রিকেট খেলতে তাকে দেখা যায়। হাতে ব্যাট নিয়ে রীতিমতো রাজকীয় মেজাজে ব্যাটিং করেন তিনি। তাকে দেখতে আন্দুল এলাকার বহু সংখ্যায় মানুষ ভিড় করেন পুলিশ প্রশাসনের তরফ থেকে করা নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। অনুষ্কা শর্মাকে এক ঝলক দেখার জন্য আন্দুল রাজবাড়ী মাঠের ধারে ও বিভিন্ন বাড়ি ছাতে বহু মানুষকে দেখা যায়।

আরও পড়ুন: বিরাট -অনুষ্কার প্রতিবেশী হচ্ছেন নব দম্পতি ভি- ক্যাট