মুর্শিদাবাদ হিজাব ইস্যুতে এইচআর এক্সিকিউটিভকে শোকজ নোটিশ

- আপডেট : ২৭ অগাস্ট ২০২৫, বুধবার
- / 10
পুবের কলম, প্রতিবেদক : পুবের কলমের খবরের জের, মুর্শিদাবাদ হিজাব ইস্যুতে গীতারাম হাসপাতালের এইচআর এক্সিকিউটিভকে শোকজ নোটিশ। মঙ্গলবার মুর্শিদাবাদের গীতারাম হাসপাতালে শুধু হিজাব পরিধানের ‘অপরাধে’ এক মুসলিম নার্সকে চাকরি থেকে বহিষ্কার করেন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর সংশ্লিষ্ট এইচআর এক্সিকিউটিভ শাঙ্খ চ্যাটার্জি। কারণ স্বরূপ তিনি জানান, আমাদের মতো প্রফেশনাল হেলথ কেয়ার অর্গানাইজেশনে সমস্ত স্টাফকেই ড্রেস কোড পালন করতে হবে। না হলে রোগীর নিরাপত্তা, ট্রিটমেন্ট প্রোটোকল, ইনফেকশন কন্ট্রোল এবং পেশাগত অভিন্নতা বজায় থাকবে না।
ব্যক্তিগত, আবেগজনিত বা আধ্যাত্মিক কোনও সংযোগকে এক্ষেত্রে মান্যতা দেওয়া হবে না। এইচআর কর্তৃক ই-মেল মারফত চিঠিতে বলা হয়, আপনাকে মৌখিকভাবে বলা সত্ত্বেও যেহেতু আপনি হিজাব ত্যাগ করতে রাজি হচ্ছেন না, তা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে ২৫/০৮/২০২৫ থেকে ড্রেস কোড উলঙ্ঘনের জন্য আপনাকে চাকরি-চ্যুত করা হচ্ছে। আপনি আপনার ইউনিফর্ম এবং আইডি কার্ড জমা দিয়ে যাবেন।
এইচআর সাবরিন আখতারকে আরও লিখেছেন, অতীতে আপনি এই হাসপাতালে যে অবদান রেখেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ জানানো হচ্ছে। পুরো ঘটনায় বাকরুদ্ধ হয়ে যান সাবরিন আখতার বানু। তারপর নিজের সঙ্গে হওয়া অন্যায়ের কথা পুবের কলমকে জানান তিনি।
আর পুবের কলমের ঘটনার জেরেই আজ শাঙ্খ চ্যাটার্জিকে কাজ থেকে বহিষ্কার করা হয়। তাকে সাংগঠনিক নীতি লঙ্ঘন ও ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপের অভিযোগে শোকজ নোটিশ জারি করেছেন। এই বিষয়ে মুর্শিদাবাদ পুলিশ সকলকে পরামর্শ দিচ্ছে যেন এ সম্পর্কিত কোনো ধরনের পোস্ট বা কনটেন্ট সামাজিক মাধ্যমে প্রচার বা প্রচারণা না করা হয়। সামাজিক মাধ্যমে কোনো পোস্টের কারণে যদি জনশান্তি বা জনশৃঙ্খলা বিঘ্নিত হয়, তবে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।