Shramashree scheme: পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পের ঘোষণা তৃণমূল সুপ্রিমো মমতার

- আপডেট : ১৮ অগাস্ট ২০২৫, সোমবার
- / 28
পুবের কলম,ওয়েবডেস্ক: পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ (Shramashree scheme ) প্রকল্পের ঘোষণা তৃণমূল সুপ্রিমো মমতার। বলা বাহুল্য, ভিন রাজ্যে কাজে গিয়ে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছেন বাঙালি পরিযায়ী শ্রমিকরা। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে। কোথাও-কোথাও তো আবার প্রতিবাদ করলে মিলছে প্রাণনাশের হুমকি। এখানেই ক্ষান্ত থাকছে না দুষ্কৃতিরা। প্রাণে মেরে পর্যন্ত ফেলা হচ্ছে। সম্প্রতি ফালাকাটা ও মুর্শিদাবাদের দুই যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে।
তাই বাংলায় ফিরতে চাওয়া কিংবা ইতিমধ্যেই ভিনরাজ্য থেকে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন প্রকল্প ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার পোশাকি নাম ‘শ্রমশ্রী’ (Shramashree scheme)। পাশাপাশি যতদিন না তাঁরা কাজ পাচ্ছেন তাঁদের মাসে ৫ হাজার টাকা করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। শ্রম দফতর থেকে প্রতি মাসে ৫০০০ টাকা সহ খাদ্য সাথী কার্ড দেওয়া হবে তাঁদের।
যতদিন না পর্যন্ত কাজ পাবেন, ততদিন পর্যন্ত এই ভাতা চলবে। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে এ কথা ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক কালের বাঙালি হেনস্থা ঘটনার প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।