০৮ নভেম্বর ২০২৫, শনিবার, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মুম্বই টেস্টে শ্রেয়স হয়তো সুযোগ পাবে নাঃ  লক্ষণ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৯ নভেম্বর ২০২১, সোমবার
  • / 26

 

পুবের কলম ওয়েবডেস্কঃ  অভিষেক টেস্টেই দুরন্ত ব্যাটিং করে ক্রিকেট বিশ্বের নজর কেড়ে নিয়েছেন ভারতের তরুণ ব্যাটার শ্রেয়স আইয়ার। কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে অভিষেক হওয়া শ্রেয়স নতুন নজিরও গড়েছেন। তিনিই ভারতেরে প্রথম ক্রিকেটার  যিনি অভিষেক টেস্টের একটি ইনিংসে শতরান এবং অন্য ইনিংসে অর্ধশতরানের ইনিংস খেলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে আর একটি টেস্ট রয়েছে–  সেটি হবে  মুুম্বইয়ে। অভিষেকে দুরন্ত ব্যাটিং করলেও মুম্বইয়ে শ্রেয়সের সুযোগ পাওয়া নিয়ে সংশয় রয়েছে। এমনটাই মনে করছেন ভারতের প্রাক্তন তারকা ভিভিএস ল”ণ। প্রসঙ্গত– কানপুর টেস্টের প্রথম ইনিংসে শ্রেয়স ১০৫ এবং দ্বিতীয় ইনিংসে ৬৫ রান করেন।

কানপুর টেস্ট চলাকালীন সম্প্রচারকারী  চ্যানেলেন লক্ষণ  বলেন– ‘ মুম্বই টেস্টে দলের এমন একজনকে দরকার যে ভালো ফর্মে রয়েছে। আমার মনে হয়– আমাদের দেশের ক্রিকেটে একটা অলিখিত নিয়ম আছে– যেখানে   সিনিয়ার ক্রিকেটার টিমের বাইরে থাকলে– সে ফিরলে টিমে থাকেই। এক্ষেত্রে অধিনায়ক বিরাট কোহলি মুম্বইয়ে ফিরছে। সে খেলবেই। সিনিয়ার  প্লেয়ারদের মধ্যে অজিঙ্ক রাহানে এবং চেতেশ্বর পুজারা একেবারেই ফর্মে নেই। আমার মনে হয়– রাহানে মুম্বইয়ে খেলবে। কোচ রাহুল দ্রাবিড় বা  অধিনায়ক কোহলি  কেউই রাহানেকে বসাতে চাইবে না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে– অসাধারন অভিষেক করার পরেও শ্রেয়সকে  হয়তো পরের টেস্টে দেখা  যাবে না। ভারতে এমনটা হয়ে থাকে।’

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুম্বই টেস্টে শ্রেয়স হয়তো সুযোগ পাবে নাঃ  লক্ষণ

আপডেট : ২৯ নভেম্বর ২০২১, সোমবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ  অভিষেক টেস্টেই দুরন্ত ব্যাটিং করে ক্রিকেট বিশ্বের নজর কেড়ে নিয়েছেন ভারতের তরুণ ব্যাটার শ্রেয়স আইয়ার। কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে অভিষেক হওয়া শ্রেয়স নতুন নজিরও গড়েছেন। তিনিই ভারতেরে প্রথম ক্রিকেটার  যিনি অভিষেক টেস্টের একটি ইনিংসে শতরান এবং অন্য ইনিংসে অর্ধশতরানের ইনিংস খেলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে আর একটি টেস্ট রয়েছে–  সেটি হবে  মুুম্বইয়ে। অভিষেকে দুরন্ত ব্যাটিং করলেও মুম্বইয়ে শ্রেয়সের সুযোগ পাওয়া নিয়ে সংশয় রয়েছে। এমনটাই মনে করছেন ভারতের প্রাক্তন তারকা ভিভিএস ল”ণ। প্রসঙ্গত– কানপুর টেস্টের প্রথম ইনিংসে শ্রেয়স ১০৫ এবং দ্বিতীয় ইনিংসে ৬৫ রান করেন।

কানপুর টেস্ট চলাকালীন সম্প্রচারকারী  চ্যানেলেন লক্ষণ  বলেন– ‘ মুম্বই টেস্টে দলের এমন একজনকে দরকার যে ভালো ফর্মে রয়েছে। আমার মনে হয়– আমাদের দেশের ক্রিকেটে একটা অলিখিত নিয়ম আছে– যেখানে   সিনিয়ার ক্রিকেটার টিমের বাইরে থাকলে– সে ফিরলে টিমে থাকেই। এক্ষেত্রে অধিনায়ক বিরাট কোহলি মুম্বইয়ে ফিরছে। সে খেলবেই। সিনিয়ার  প্লেয়ারদের মধ্যে অজিঙ্ক রাহানে এবং চেতেশ্বর পুজারা একেবারেই ফর্মে নেই। আমার মনে হয়– রাহানে মুম্বইয়ে খেলবে। কোচ রাহুল দ্রাবিড় বা  অধিনায়ক কোহলি  কেউই রাহানেকে বসাতে চাইবে না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে– অসাধারন অভিষেক করার পরেও শ্রেয়সকে  হয়তো পরের টেস্টে দেখা  যাবে না। ভারতে এমনটা হয়ে থাকে।’