০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পরিবহন দপ্তরের নয়া উদ্যোগ, যাত্রীদের জন্য শাটল বাস পরিষেবা

ইমামা খাতুন
  • আপডেট : ৪ অগাস্ট ২০২৫, সোমবার
  • / 13

পুবের কলম ওয়েবডেস্ক : শিয়ালদহ দক্ষিণ শাখার অন্যতম একটি স্টেশন হল কবি সুভাষ মেট্রো স্টেশন। সম্প্রতি সংস্কারের কাজের জন্য স্টেশনটি পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পর্যন্ত চলছে মেট্রো। আর তাতেই ভয়ানক সমস্যায় পড়েছেন বহু যাত্রী।

১০ মিনিটের ব্লু লাইনের মেট্রো ধরার সুবিধা পুরোপুরি ভাবেই বন্ধ। একপ্রকার যুদ্ধ করেই যাত্রীদের নিউ গড়িয়া স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পৌঁছতে হচ্ছে তাদের। এর আগে নিউ গড়িয়াতে ট্রেন থেকে নেমেই মেট্রো ধরত যাত্রীরা। কিন্তু এখন স্টেশন থেকে বেরিয়ে মেট্রো স্টেশন পর্যন্ত পৌঁছনোর জন্য যাত্রীদের একমাত্র ভরসা অটো ও বাস। আর তার সঙ্গে বাড়তি সমস্যা হিসেবে জুটেছে যানজট। আর এই সমস্যার জেরে যে কোন যাত্রাপথের দূরত্ব ৪০ থেকে ৪৫ মিনিট বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন: কবি সুভাষ প্ল্যাটফর্মের চারটি পিলারে ফাটল, স্টেশন ভেঙে ফেলার সিদ্ধান্ত কর্তৃপক্ষের

পরিবহণ দপ্তর সূত্রে খবর, সোমবার ৪ অগস্ট, যাত্রীদের এই ভোগান্তির কথা  ভেবেই নিউ গড়িয়া স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পর্যন্ত শাটল বাস পরিষেবা চালু করা হবে। জানা যাচ্ছে, কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে ই এম বাইপাসের ঢালাই ব্রিজ পর্যন্ত চলবে এই শাটল বাস পরিষেবা।

বাসের সময়সীমাও জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে। প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ১১টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই শাটল সরকারি বাসগুলি। প্রতি যাত্রী-পিছু ১০ টাকা করে ভাড়া ধার্য করা হয়েছে। মেট্রো যাত্রীদের কথা মাথায় রেখেই প্রতি ১০ মিনিট অন্তর বাসগুলি চলবে। ফলত পরিবহন দপ্তরের এই নয়া উদ্যোগ যাতায়াতের এই সমস্যা থেকে যাত্রীদের অনেকটাই স্বস্তি দেবে তা বলাই বাহুল্য।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পরিবহন দপ্তরের নয়া উদ্যোগ, যাত্রীদের জন্য শাটল বাস পরিষেবা

আপডেট : ৪ অগাস্ট ২০২৫, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক : শিয়ালদহ দক্ষিণ শাখার অন্যতম একটি স্টেশন হল কবি সুভাষ মেট্রো স্টেশন। সম্প্রতি সংস্কারের কাজের জন্য স্টেশনটি পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পর্যন্ত চলছে মেট্রো। আর তাতেই ভয়ানক সমস্যায় পড়েছেন বহু যাত্রী।

১০ মিনিটের ব্লু লাইনের মেট্রো ধরার সুবিধা পুরোপুরি ভাবেই বন্ধ। একপ্রকার যুদ্ধ করেই যাত্রীদের নিউ গড়িয়া স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পৌঁছতে হচ্ছে তাদের। এর আগে নিউ গড়িয়াতে ট্রেন থেকে নেমেই মেট্রো ধরত যাত্রীরা। কিন্তু এখন স্টেশন থেকে বেরিয়ে মেট্রো স্টেশন পর্যন্ত পৌঁছনোর জন্য যাত্রীদের একমাত্র ভরসা অটো ও বাস। আর তার সঙ্গে বাড়তি সমস্যা হিসেবে জুটেছে যানজট। আর এই সমস্যার জেরে যে কোন যাত্রাপথের দূরত্ব ৪০ থেকে ৪৫ মিনিট বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন: কবি সুভাষ প্ল্যাটফর্মের চারটি পিলারে ফাটল, স্টেশন ভেঙে ফেলার সিদ্ধান্ত কর্তৃপক্ষের

পরিবহণ দপ্তর সূত্রে খবর, সোমবার ৪ অগস্ট, যাত্রীদের এই ভোগান্তির কথা  ভেবেই নিউ গড়িয়া স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পর্যন্ত শাটল বাস পরিষেবা চালু করা হবে। জানা যাচ্ছে, কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে ই এম বাইপাসের ঢালাই ব্রিজ পর্যন্ত চলবে এই শাটল বাস পরিষেবা।

বাসের সময়সীমাও জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে। প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ১১টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই শাটল সরকারি বাসগুলি। প্রতি যাত্রী-পিছু ১০ টাকা করে ভাড়া ধার্য করা হয়েছে। মেট্রো যাত্রীদের কথা মাথায় রেখেই প্রতি ১০ মিনিট অন্তর বাসগুলি চলবে। ফলত পরিবহন দপ্তরের এই নয়া উদ্যোগ যাতায়াতের এই সমস্যা থেকে যাত্রীদের অনেকটাই স্বস্তি দেবে তা বলাই বাহুল্য।