১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএলে সবচেয়ে দামি শ্যাম কারেন

ইমামা খাতুন
  • আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, শুক্রবার
  • / 89

পুবের কলম ওয়েব ডেস্ক: আইপিএলের আঙিনায় সবচেয়ে  দামি প্লেয়ার এবার ইংল্যান্ডের অলরাউন্ডার শ্যাম কারেন।  কিছুদিন আগেই টি-২০ বিশ্বকাপে নজরকাড়া পারফরমেন্স  করে কারেন নিজের দাম বাড়িয়ে নিয়েছিলেন। এবারের আইপিএলের তাঁর ন্যূনতম মূল্য ছিল ২ কোটি টাকা।

 

আরও পড়ুন: IPL 2024-25: ব্যর্থ মরশুমের পর KKR-এ বড় পরিবর্তন, কোচের পদ ছাড়লেন চন্দ্রকান্ত পণ্ডিত

সেই ন্যুনতম মূল্যের থেকে অনেক বেশি দামে কার্যত আইপিএলের ইতিহাসে রেকর্ড স্থাপন করে তাঁকে সাড়ে আঠেরো কোটি টাকায় কিনে নিল পঞ্জাব কিংস। তিনি ছিলেন চেন্নাই সুপারকিংসে। কোনও দলই তাঁর জন্য এতটা দর হাঁকাতে পারেনি। পঞ্জাবের পাশাপাশি এবারের আইপিএলে দুর্দান্ত চমক দিয়েছে মুম্বই ইন্ডিয়ন্সও।

আরও পড়ুন: আইপিএল জয়ের পর চ্যাম্পিয়ন দলের উদযাপনে নির্দেশিকা তৈরি করছে বোর্ড

 

আরও পড়ুন: শাপমোচন, প্রথমবার আইপিএল ট্রফি জয় বিরাট ও আরসিবির

অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে মুম্বই  তুলে নিল সাড়ে সতেরো কোটি টাকায়। নিলামে তাঁর  ন্যুনতম মূল্য ছিল ২কোটি টাকা। এবারের আইপিএলে তৃতীয় সর্বোচ্চ দামী ক্রিকেটার হলেন ইংল্যান্ডের ব্যাটার  বেন স্টোকস।

 

১৬.২৫ কোটি টাকায় তাঁকে তুলে নিল  চেন্নাই সুপার কিংস। নিলামের দৌড়ে এবার পিছিয়ে নেই  লখনউ সুপার জায়েন্টসও। ১৬ কোটি টাকায় তারা তুলে  নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের হার্ড হিটার নিকোলাস পুরানকে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আইপিএলে সবচেয়ে দামি শ্যাম কারেন

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্ক: আইপিএলের আঙিনায় সবচেয়ে  দামি প্লেয়ার এবার ইংল্যান্ডের অলরাউন্ডার শ্যাম কারেন।  কিছুদিন আগেই টি-২০ বিশ্বকাপে নজরকাড়া পারফরমেন্স  করে কারেন নিজের দাম বাড়িয়ে নিয়েছিলেন। এবারের আইপিএলের তাঁর ন্যূনতম মূল্য ছিল ২ কোটি টাকা।

 

আরও পড়ুন: IPL 2024-25: ব্যর্থ মরশুমের পর KKR-এ বড় পরিবর্তন, কোচের পদ ছাড়লেন চন্দ্রকান্ত পণ্ডিত

সেই ন্যুনতম মূল্যের থেকে অনেক বেশি দামে কার্যত আইপিএলের ইতিহাসে রেকর্ড স্থাপন করে তাঁকে সাড়ে আঠেরো কোটি টাকায় কিনে নিল পঞ্জাব কিংস। তিনি ছিলেন চেন্নাই সুপারকিংসে। কোনও দলই তাঁর জন্য এতটা দর হাঁকাতে পারেনি। পঞ্জাবের পাশাপাশি এবারের আইপিএলে দুর্দান্ত চমক দিয়েছে মুম্বই ইন্ডিয়ন্সও।

আরও পড়ুন: আইপিএল জয়ের পর চ্যাম্পিয়ন দলের উদযাপনে নির্দেশিকা তৈরি করছে বোর্ড

 

আরও পড়ুন: শাপমোচন, প্রথমবার আইপিএল ট্রফি জয় বিরাট ও আরসিবির

অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে মুম্বই  তুলে নিল সাড়ে সতেরো কোটি টাকায়। নিলামে তাঁর  ন্যুনতম মূল্য ছিল ২কোটি টাকা। এবারের আইপিএলে তৃতীয় সর্বোচ্চ দামী ক্রিকেটার হলেন ইংল্যান্ডের ব্যাটার  বেন স্টোকস।

 

১৬.২৫ কোটি টাকায় তাঁকে তুলে নিল  চেন্নাই সুপার কিংস। নিলামের দৌড়ে এবার পিছিয়ে নেই  লখনউ সুপার জায়েন্টসও। ১৬ কোটি টাকায় তারা তুলে  নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের হার্ড হিটার নিকোলাস পুরানকে।