সিডনি–র বন্দাই সমুদ্র সৈকতে ইহুদি সম্প্রদায়ের হানুকাহ উৎসব চলাকালীন ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। আহত হয়েছেন অন্তত ৪০ জন। পুলিশ জানিয়েছে, হামলাকারী দুই সন্দেহভাজন বাবা ও ছেলে।
স্থানীয় সময় রবিবার বন্দাই বিচ–এ প্রায় দুই হাজার মানুষের উপস্থিতিতে হানুকাহ উদযাপন চলার সময় এলোপাতাড়ি গুলি চালানো হয়। গত ৩০ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় এটি সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ৫০ বছর বয়সি সন্দেহভাজন হামলাকারী ঘটনাস্থলেই নিহত হন। তার ২৪ বছর বয়সি ছেলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই হামলাকে ‘অশুভ ইহুদিবিদ্বেষী সন্ত্রাসী তৎপরতা’ বলে আখ্যা দেন। তিনি বলেন, “আনন্দের একটি দিনকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। এই ধরনের ঘৃণা ও সহিংসতার অস্ট্রেলিয়ায় কোনো স্থান নেই।”
নিউ সাউথ ওয়েলস–এর মুখ্যমন্ত্রী ক্রিস মিনস প্রধানমন্ত্রীকে সমবেদনা জানিয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেন। সিডনির পুলিশ কমিশনার জানান, সহস্রাধিক মানুষের জমায়েত লক্ষ্য করেই এই হামলা চালানো হয়।
অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থার প্রধান বলেন, হামলাকারীরা আগে থেকেই নজরদারিতে ছিল কি না—সে বিষয়ে এখনই মন্তব্য করা যাচ্ছে না।
এই হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, দোষীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
হামলার পর নিউইয়র্ক, বার্লিন ও লন্ডনসহ বিশ্বের বিভিন্ন শহরে হানুকাহ অনুষ্ঠান ও ইহুদি উপাসনালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে ইসরাইলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল বিদেশে থাকা নাগরিকদের জনসমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।





























