সিঙ্গাপুর ওপেনে চ্যাম্পিয়ন সিন্ধু
- আপডেট : ১৭ জুলাই ২০২২, রবিবার
- / 39
পুবের কলম ওয়েবডেস্ক: সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন ভারতীয় তারকা পি ভি সিন্ধু। রবিবার ফাইনাল তিনি ২১-৯, ১১-২১, ২১-১৫ ব্যবধানে হারালেন চিনের ওয়াং ঝি ই-কে। এরই সঙ্গে প্রথমবারের জন্য সিঙ্গাপুর ওপেনের খেতাব জিতলেন সিন্ধু। ২০২২ সালে এটি তাঁর তৃতীয় খেতাব। এর আগে সিন্ধু গত অল ইংল্যান্ড ওপেনে ওয়াংয়র মুখোমুখি হয়েছিলেন । সেই ম্যাচেও জয় পেয়েছিলেন ভারতীয় তারকা।
এ দিন প্রথম গেমে সিন্ধুর আক্রমনাত্মক খেলার কোনও জবাব ছিল না ওয়াংয়ের কাছে। ২১—৯ ব্যবধানে এটি জিতে নেন ভারতের দু’বারের অলিম্পিক পদক জয়ী। দ্বিতীয় গেমে অবশ্য দুরন্ত প্রত্যাবর্তন করেন চিনা তারকা। পাল্টা আক্রমণে সিন্ধুকে চমকে দেন ওয়াং। এই গেমটি তিনি একসময় ৬-০ এগিয়ে যান। এরপরে সিন্ধু পাল্টা লড়াইয়ের চেষ্টা করলেও তাতে খুব একটা লাভ হয়নি। নির্ণায়ক তৃতীয় গেমে দু’পক্ষে সমানতালে লড়াই চললেও আস্তে আস্ত জাঁকিয়ে বসেন সিন্ধু। দু’জনের পয়েন্ট যখন ৫-৫, তখন কৌশল পরিবর্তন করে ম্যাচের ওপর জাঁকিয়ে বসে সিন্ধু। এবং ২১-১৫ গেমটি জিতে ম্যাচের ফয়সালা করে দেন তিনি।