০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মানিক ভট্টাচার্যের স্ত্রী, পুত্রের আর্জি শুনলেন না সিঙ্গেল বেঞ্চ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩১ জুলাই ২০২৩, সোমবার
  • / 12

ফাইল চিত্র

পারিজাত মোল্লা:  জেল হেফাজতে থাকা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যর স্ত্রী শতরূপা ভট্টাচার্য এবং পুত্র শৌভিক ভট্টাচার্য দুজনেই নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত।

দু’জনের বিরুদ্ধেই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা চলছে কলকাতা হাইকোর্টে। এর আগে মানিকের স্ত্রীর জামিনের আবেদন খারিজ হয়েছিল আদালতে। এবার জামিন সংক্রান্ত মামলার আর্জি শুনলেনই না বিচারপতি। মানিক ভট্টাচার্যর স্ত্রী ও ছেলের মামলা চলছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের  বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে।

আরও পড়ুন: চাকরিপ্রার্থীর আত্মহত্যা মামলায় দুর্নীতির যোগ, পর্যবেক্ষণে জানালো সিঙ্গেল বেঞ্চ

এদিকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ মামলার শুনানিও চলছে। ইডি-র পক্ষ থেকে দাবি করা হয়েছে,  যেহেতু দুটি মামলাই শিক্ষক দুর্নীতি সংক্রান্ত,  তাই মানিকের স্ত্রীর মামলা শোনার এক্তিয়ার নেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।

আরও পড়ুন: ৩০ জুন পর্যন্ত ঝালদা পুরসভা চালাবেন শীলা -পূর্ণিমা,  সিঙ্গেল বেঞ্চ

এই মামলার শুনানি হওয়া উচিত বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে।

আরও পড়ুন: এসএসসি: ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে ক্ষুব্ধ সিঙ্গল বেঞ্চ

জানা গেছে, শতরূপা ভট্টাচার্যর মামলার এক্তিয়ারের সিদ্ধান্ত নিতে তা প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত,  গত ২২ ফেব্রুয়ারি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় গ্রেফতার করা হয় মানিক ভট্টাচার্যর স্ত্রী এবং পুত্রকে। নিম্ন আদালতে তাঁরা আত্মসমর্পণ করেছিলেন। তারপর আদালত চত্বরেই তাঁদের গ্রেফতার করা হয়। শতরূপাকে আলিপুরের মহিলা সংশোধনাগার এবং শৌভিককে প্রেসিডেন্সি জেলে রাখা হয়েছিল, যেখানে তাঁর বাবা বিধায়ক মানিককেও রাখা হয়েছে। শতরূপা-শৌভিক ইতিমধ্যেই কলকাতা হাইকার্টে তাঁদের বিরুদ্ধে ইডির আনা অভিযোগকে চ্যালেঞ্জ করে একটি মামলা করেছেন। সেই মামলার একটি শুনানি হলেও বিচারপতি কোনও নির্দেশ দেননি। তাই মামলাটি এখনও বিচারাধীন।নিয়োগ দুর্নীতি মামলায় মানিকের স্ত্রী শতরূপা এবং পুত্র শৌভিকের বিরুদ্ধে ইডি অভিযোগ করেছিল, তাঁরা এই দুর্নীতির বহু গুরুত্বপূর্ণ তথ্য জানেন। নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা বিধায়ক মানিকের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে, সে বিষয়ে এঁরা দু’জনেই অনেক কিছু জানেন বলেও দাবি ইডির। এখন দেখার প্রধান বিচারপতি এই মামলার শুনানি করতে কোন বেঞ্চে মামলাটি পাঠান?

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মানিক ভট্টাচার্যের স্ত্রী, পুত্রের আর্জি শুনলেন না সিঙ্গেল বেঞ্চ

আপডেট : ৩১ জুলাই ২০২৩, সোমবার

পারিজাত মোল্লা:  জেল হেফাজতে থাকা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যর স্ত্রী শতরূপা ভট্টাচার্য এবং পুত্র শৌভিক ভট্টাচার্য দুজনেই নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত।

দু’জনের বিরুদ্ধেই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা চলছে কলকাতা হাইকোর্টে। এর আগে মানিকের স্ত্রীর জামিনের আবেদন খারিজ হয়েছিল আদালতে। এবার জামিন সংক্রান্ত মামলার আর্জি শুনলেনই না বিচারপতি। মানিক ভট্টাচার্যর স্ত্রী ও ছেলের মামলা চলছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের  বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে।

আরও পড়ুন: চাকরিপ্রার্থীর আত্মহত্যা মামলায় দুর্নীতির যোগ, পর্যবেক্ষণে জানালো সিঙ্গেল বেঞ্চ

এদিকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ মামলার শুনানিও চলছে। ইডি-র পক্ষ থেকে দাবি করা হয়েছে,  যেহেতু দুটি মামলাই শিক্ষক দুর্নীতি সংক্রান্ত,  তাই মানিকের স্ত্রীর মামলা শোনার এক্তিয়ার নেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।

আরও পড়ুন: ৩০ জুন পর্যন্ত ঝালদা পুরসভা চালাবেন শীলা -পূর্ণিমা,  সিঙ্গেল বেঞ্চ

এই মামলার শুনানি হওয়া উচিত বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে।

আরও পড়ুন: এসএসসি: ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে ক্ষুব্ধ সিঙ্গল বেঞ্চ

জানা গেছে, শতরূপা ভট্টাচার্যর মামলার এক্তিয়ারের সিদ্ধান্ত নিতে তা প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত,  গত ২২ ফেব্রুয়ারি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় গ্রেফতার করা হয় মানিক ভট্টাচার্যর স্ত্রী এবং পুত্রকে। নিম্ন আদালতে তাঁরা আত্মসমর্পণ করেছিলেন। তারপর আদালত চত্বরেই তাঁদের গ্রেফতার করা হয়। শতরূপাকে আলিপুরের মহিলা সংশোধনাগার এবং শৌভিককে প্রেসিডেন্সি জেলে রাখা হয়েছিল, যেখানে তাঁর বাবা বিধায়ক মানিককেও রাখা হয়েছে। শতরূপা-শৌভিক ইতিমধ্যেই কলকাতা হাইকার্টে তাঁদের বিরুদ্ধে ইডির আনা অভিযোগকে চ্যালেঞ্জ করে একটি মামলা করেছেন। সেই মামলার একটি শুনানি হলেও বিচারপতি কোনও নির্দেশ দেননি। তাই মামলাটি এখনও বিচারাধীন।নিয়োগ দুর্নীতি মামলায় মানিকের স্ত্রী শতরূপা এবং পুত্র শৌভিকের বিরুদ্ধে ইডি অভিযোগ করেছিল, তাঁরা এই দুর্নীতির বহু গুরুত্বপূর্ণ তথ্য জানেন। নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা বিধায়ক মানিকের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে, সে বিষয়ে এঁরা দু’জনেই অনেক কিছু জানেন বলেও দাবি ইডির। এখন দেখার প্রধান বিচারপতি এই মামলার শুনানি করতে কোন বেঞ্চে মামলাটি পাঠান?