১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
সিঙ্গুরের নার্সের ময়নাতদন্ত ঘিরে কলকাতা মেডিক্যাল কলেজের সামনে সিপিএম-বিজেপির হাতাহাতি

ইমামা খাতুন
- আপডেট : ১৫ অগাস্ট ২০২৫, শুক্রবার
- / 253
পুবের কলম, ওয়েব ডেস্ক: সিঙ্গুরের নার্সিংহোমের নার্স দীপালি জানার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কলকাতা মেডিক্যাল কলেজের সামনে উত্তেজনা ছড়াল। কে হবে মৃতদেহের দাবিদার তা নিয়ে ধস্তাধস্তি বিজেপি- তৃণমূলের। জানা গেছে, শ্রীরামপুরের ওয়ালশ হাসপাতালে থেকে নার্সের মৃতদেহ নিয়ে আসা হয় কলকাতা মেডিক্যাল কলেজে। ময়নাতদন্তের জন্যেই শুক্রবার দুপুরে দেহ নিয়ে আসা হয়।
দেহ পৌঁছতেই হাসপাতালের মর্গের সামনে ভিড় জমান বিজেপি ও সিপিএমের নেতারা। মৃতদেহের অধিকার কাদের তা নিয়ে বচসায় জড়িয়ে পড়ে দুই পক্ষ। এদিকে মেয়ের লাশ নিয়ে দুই রাজনৈতিক দলের মারামারি অসহায় অবস্থায় গাড়িতে বসে দেখতে থাকে মৃতার পরিবার। কোনও রকমে পরিস্থিতি সামল দেয় পুলিশ। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে বলেই জানা গিয়েছে।